কলকাতা: শনিবার ফের রেলে যাত্রী ভোগান্তির আশঙ্কা। বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন। বাদকুল্লা ও কৃষ্ণনগর স্টেশনের মাঝখানে রেলগেটের জায়গায় সাবওয়ে তৈরি করা হচ্ছে। পাশাপাশি বেথুয়াডহরি ও দেবগ্রাম স্টেশনের মাঝেও একটি সাবওয়ে বানানো হচ্ছে। সেই কাজের জন্য নিরাপত্তাজনিত কারণে শনিবার ১০ ঘণ্টা পাওয়ার ব্লক রাখা হবে। রানাঘাট-লালগোলা সেকশনে লাইনের কাজের জন্য শনিবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে সন্ধে ৭টা ৫০ মিনিট পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পাওয়ার ব্লক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শনিবার ওই সময়ে বেশ কিছু ট্রেন বাতিল রাখা হচ্ছে। সব মিলিয়ে ১৬টি ট্রেন বাতিল থাকছে। এর পাশাপাশি আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
৩১৮১৯ আপ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল
৩১৮২২ ডাউন কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল
০৩১৯৩ আপ কলকাতা-লালগোলা লোকাল
০৩১৯৪ ডাউন লালগোলা-কলকাতা লোকাল
৩১৭৭৩ আপ রানাঘাট-লালগোলা লোকাল
৩১৭৬৯ আপ রানাঘাট-লালগোলা লোকাল
৩১৭৭১ আপ রানাঘাট-লালগোলা লোকাল
৩১৭৬৮ ডাউন লালগোলা-রানাঘাট লোকাল
৩১৭৭০ ডাউন লালগোলা-রানাঘাট লোকাল
৩১৭৭৪ ডাউন লালগোলা-রানাঘাট লোকাল
৩১৮৬১ আপ কৃষ্ণনগর-লালগোলা লোকাল
৩১৮৬৪ ডাউন লালগোলা-কৃষ্ণনগর লোকাল
০৩১১৫ আপ শিয়ালদহ-লালগোলা লোকাল
০৩১৮৩ আপ শিয়ালদহ-লালগোলা লোকাল
০৩১৯৬ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকাল
০৩১৯০ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকাল
এর পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে শনিবারের জন্য। ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর লোকাল রানাঘাট স্টেশন পর্যন্ত চলবে। ৩১৮২১ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল বাদকুল্লা স্টেশন পর্যন্ত চলবে এবং ৩১৮২৪ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল ওদিন বাদকুল্লা স্টেশন থেকে ছাড়বে। একইভাবে ৩১৮২৫, ৩১৮২৭, ৩১৮২৯, ৩১৮৩১, ৩১৮৩৩, ৩১৮০১ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকালগুলিও শনিবার কৃষ্ণনগরের পরিবর্তে বাদকুল্লা স্টেশন পর্যন্ত যাবে। ৩১৮২৮, ৩১৮৩০, ৩১৮৩২, ৩১৮৩৪, ৩১৮৩৬ ও ৩১৮৩৮ ডাউন কৃষ্ণনগর-শিয়ালদহ লোকালগুলিও সেদিন কৃষ্ণনগরের পরিবর্তে বাদকুল্লা স্টেশন থেকে ছাড়বে।