SFI on Ram Navami: রাম-নবমীতে রাত পাহারা দেবে SFI, ‘অশান্তি পাকাতে এলেই মিলবে জ্যোতি বসু-বুদ্ধবাবুর দেখানো ট্রিটমেন্ট’,স্পষ্ট বললেন দেবাঞ্জন

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 01, 2025 | 7:51 PM

Ram Navami: এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে পরিষ্কার জানিয়েছেন, কেউ অশান্তি পাকাতে এলে তাঁরা জ্যোতি বসু-বুদ্ধদেব ভট্টাচার্যের দেখানো পথেই হাঁটবেন। প্রয়োজনে রাত পাহারা দেবেন।

SFI on Ram Navami: রাম-নবমীতে রাত পাহারা দেবে SFI, অশান্তি পাকাতে এলেই মিলবে জ্যোতি বসু-বুদ্ধবাবুর দেখানো ট্রিটমেন্ট,স্পষ্ট বললেন দেবাঞ্জন
রাম নবমী নিয়ে কী বললেন দেবাঞ্জন?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: রাম নবমী নিয়ে রাজ্যে ক্রমশ চড়ছে পারদ। মঙ্গলবার সকালেই সেই ‘কাউন্ট-ডাউন’ শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে যখন বিজেপি বলছে, ওই দিন এক কোটি হিন্দু পথে নামবে, সেই সময় আবার তৃণমূলের রাজীব বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, ঘরে বসেই রাম নবমী পালনের। এরই মধ্যে এবার মুখ খুলল এসএফআই। এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে পরিষ্কার জানিয়েছেন, কেউ অশান্তি পাকাতে এলে তাঁরা জ্যোতি বসু-বুদ্ধদেব ভট্টাচার্যের দেখানো পথেই হাঁটবেন। প্রয়োজনে রাত পাহারা দেবেন।

দেবাঞ্জন বলেন, “কেউ অশান্তি পাকাতে এলে এসএফআই-এর সম্মুখীন হতে হবে। ঠিক যেমন ৯২ সালে এই বাংলার মাটিতে এসএফআই রাত পাহারা দিয়েছিল। রাত জেগে এক-একটা মহল্লাকে পাহারা দিয়েছিল যাতে কেউ অশান্তি পাকাতে না পারে। ঠিক একই রকম ভাবে গোটা রাজ্যজুড়ে রাম-নবমীতে এসএফআই ক্যাম্প তৈরি করবে। রাত পাহারায় থাকবে। তবে কেউ অশান্তি পাকাতে এলে, জ্যোতি বসু-বুদ্ধদেব ভট্টাচার্য যে ট্রিটমেন্ট শিখিয়ে গিয়েছেন,তাতেই কথা বলা হবে।

প্রসঙ্গত, রাম-নবমী ও ইদে রাজ্যজুড়ে সদা সতর্ক থাকবে পুলিশ তা আগেই জানিয়েছিলেন সিপি। সোমবার ইদ পালন হয়েছে। আগামী ৬ এপ্রিল রাম নবমী। সেই দিন রাজ্যজুড়ে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় তার জন্য সতর্ক পুলিশ। এ দিন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘এক কোটি হিন্দুকে’ পথে নামার আহ্বান করেছেন। পাল্টা আবার তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বলেন, “রাম নবমী নিয়ে মনে হচ্ছে যুদ্ধং দেহী। এ রাজ্যে এমন সংস্কৃতি কখনও দেখিনি। ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না। বাড়িতে বসে ধর্ম পালন করুন।” এই আবহে এবার রাম-নবমী নিয়ে ময়দানে এসএফআই-ও।

Next Article