কলকাতা: লক্ষকণ্ঠে গীতাপাঠ হতে চলেছে শীতের কলকাতায়। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে অভিনব এই অনুষ্ঠান। সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম ও অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ এর আয়োজক। বৃহস্পতিবার এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করে তারা। এই প্রথম নয়, এর আগে গতবছর মায়াপুর ইসকন মন্দিরেও গীতাপাঠ হয়। তবে সেবার প্রায় সাড়ে ৬ হাজার কণ্ঠে গীতাপাঠ হয়েছিল। এবার সেই কণ্ঠ হবে লক্ষ। উদ্যোক্তারা জানান, প্রধানমন্ত্রী নিজে বলেন তিনি এই গীতাপাঠে অনুষ্ঠানে আসবেন।
শোভাযাত্রা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। দু’টি মণ্ডপ থাকছে। মূল মণ্ডপের নাম ‘পার্থসারথি মণ্ডপ’। একটি অনুষ্ঠানের মণ্ডপ, আরেকটি সাংস্কৃতিক মণ্ডপ। প্রায় ৬০-৭০ হাজার শঙ্খ থাকবে সেদিন ব্রিগেডে। সমবেতভাবে সেই শঙ্খনাদ হবে, সঙ্গে উলুধ্বনি। পোশাকও নির্দিষ্ট করা হয়েছে। ছেলেদের জন্য ধুতি, মেয়েদের জন্য শাড়ি। কাজি নজরুল ইসলামের গান ‘হে পার্থসারথি’ গাওয়া হবে ১ লক্ষ কণ্ঠে। চলছে তার অভ্যাস, জানালেন উদ্যোক্তারা।
গীতার পাঁচটি অধ্যায় পাঠ করা হবে। ১ ঘণ্টা ২৫ মিনিট এই পাঠ হবে। সর্বস্তরের মানুষ, যে কোনও ধর্মের মানুষকে এই অনুষ্ঠানে যোগদানের আহ্বান জানানো হয়েছে। এদিকে ২৪ ডিসেম্বরই আবার টেট। এ নিয়ে উদ্যোক্তাদের তরফে স্বামী প্রদীপ্তনন্দজী মহারাজ জানান, “১০ তারিখে টেটের কথা ছিল। সেটা ২৪ তারিখ করা হয়েছে। এতে তো সমস্যা হবে। আমরা অনুরোধও করেছি এটা পিছিয়ে দেওয়ার জন্য।”