Mountain Climbing: জগৎসভায় শ্রেষ্ঠ ভারতই, দুই বাঙালি প্রমাণ করল আবারও

Aug 24, 2024 | 4:03 PM

Mountain Climbing: ১৪ তারিখ রাত ২টোয় ক্যাম্প থেকে সামিটের উদ্দেশে বেরিয়ে সারারাত ক্লাইম্বিংয়ের ১৫ অগস্ট সকাল ৯টা ৩২ মিনিটে ছুঁয়ে ফেলেন সেই অধরা বিন্দুকে। শুভেন্দু মণ্ডল ও জ্যোতির্ময় মাইতি বিশ্বের মধ্যে প্রথম পর্বতারোহী হিসাবে এই বিন্দুকে স্পর্শ করার রেকর্ড করলেন।

Mountain Climbing: জগৎসভায় শ্রেষ্ঠ ভারতই, দুই বাঙালি প্রমাণ করল আবারও
সাফল্যের শিখর ছুঁলেন দুই বাঙালি।

Follow Us

কলকাতা: বাঙালির মুকুটে বিশ্বরেকর্ডের তকমা। পর্বতারোহণে সাফল্যের শিখর ছুঁলেন দুই বাঙালি। শুভেন্দু মণ্ডল, জ্যোতির্ময় মাইতি হিমাচল প্রদেশের লাহুল স্পিতির প্রায় ৬ হাজার ২৩ মিটার এক শৃঙ্গে আরোহণ করেন। অনামী হলেও এই শৃঙ্গটি বিশ্বের পর্বতারোহীদের কাছে এতদিন অধরাই ছিল। ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের সকালে সেই অনামী শৃঙ্গে সফলভাবে আরোহণ করেন দুই বাঙালি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

৪ অগস্ট কলকাতা থেকে হিমাচল প্রদেশের মানালির উদ্দেশে রওনা দেন দলনেতা শুভেন্দু মণ্ডল। ৬ অগস্ট মানালি পোঁছে অভিযানের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা দেন বেসক্যাম্পে।

আগেই পৌঁছে গিয়েছিলেন বরুণ ঘোষাল, জ্যোতির্ময় মাইতিও। ক্যাম্প ওয়ান পর্যন্ত রুট ওপেন করতে বেগ পেতে হয় ঠিকই। প্রায় ৩০০ ফুটের বেশি রোপ ফিক্সড করতে হয়।

১৪ তারিখ রাত ২টোয় ক্যাম্প থেকে সামিটের উদ্দেশে বেরিয়ে সারারাত ক্লাইম্বিংয়ের ১৫ অগস্ট সকাল ৯টা ৩২ মিনিটে ছুঁয়ে ফেলেন সেই অধরা বিন্দুকে। শুভেন্দু মণ্ডল ও জ্যোতির্ময় মাইতি বিশ্বের মধ্যে প্রথম পর্বতারোহী হিসাবে এই বিন্দুকে স্পর্শ করার রেকর্ড করলেন।

Next Article