কলকাতা: মাঝ রাস্তায় ঝুলছে ব্যানার। সেখানে বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নামে কুরুচিকর ব্যানার লাগানো হয়েছে। ঘটনাটি দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের। এই ঘটনার পিছনে নাম না করে সিপিএম ও বিজেপি দুষেছে তৃণমূলকেই। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
শুক্রবার রাত্রিবেলা বিষয়টি চোখে পড়েছে অনেকের। বিজেপি ও বাম নেতৃত্বের দাবি, আরজি কর-কাণ্ডে গোটা দেশ তোলপাড়। তৃণমূলের ভূমিকায় সকলেই ধিক্কার জানাচ্ছে। প্রতিবাদে পথে নেমেছে বিরোধীরা। সেই অবস্থায় এই ধরনের নোংরা সংস্কৃতি কাদের সেটা স্পষ্ট। সুজন চক্রবর্তীর গায়ে কালি ছেটানোর অনেকদিন ধরেই হয়েছে। একই চেষ্টা আমাদের বুদ্ধদাকে নিয়েও হয়েছিল। সিপিএম নেতা বলেন, “ওই সব করে লাভ নেই। তবে আরজি করের ঘটনার প্রতিবাদে আমাদের মুভমেন্ট চলবেই। অপরদিকে বিজেপি সূত্রে খবর, প্রয়োজনে তাঁরা এই বিষয়ে থানায় অভিযোগ জানাবেন।” এক বিজেপি নেতা বলেন, “তোলাবাজি, গরুপাচার করেও খিদে মেটেনি। এখানে সন্দেহের অবকাশ নেই। সকলেই বুঝতে পারছে কারা করেছে। কিন্তু যারা করেছে তাদের সৎ সাহস নেই স্বীকার করার।”
অপরদিকে, ৪ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তাপস রায় জানান, গতকাল তাঁর শরীর ঠিক ছিল না। তবে বিষয়টি নজরে এসেছে। কেউ বা কারা অশান্তি পাকানোর জন্যই এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দা শুক্লা সিং বলেন, “যেই করে থাকুক। ঠিক করেনি। এগুলো একদমই ঠিক নয়।”