
উৎসব-আলো আর তারা নেই এ আবার হয় নাকি! প্যান্ডেলের জমাটি ভিড় হোক বা অদূরে জ্বলতে থাকে রকমারি আলো, সর্বত্রই ছিল তাদের অবাধ বিচরণ। খাবারের দোকান হোক বা বাড়ির ভিতরে টিউবলাইট বা আলোর আশেপাশে, সর্বত্র ভনভন করে ঘুরতে দেখা যেত। কালীপুজোর আগাম খবর নিয়ে দলে দলে এসে ভিড় করতো ওরা। আর কালীপুজোয় আলোর দাপাদাপি বাড়লে তাদের আর ধরে রাখতো কে! তখন যেন একেবারে উৎসবের মেজাজ! কিন্তু, বিগত কয়েক বছর ধরে আচমকা চেনা ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। চলতি বছরেও একই ছবি। কালীপুজো এল, কালীপুজো গেল। দেখা নেই সেই শ্যামাপোকার। কোথায় গেল ওরা? কেউ কেউ একেবারে ফেসবুক পোস্ট করে খোঁজখবর শুরু করে দিলেন। অর্থাৎ, তারা যে আচমকা গায়েব হয়েছে তা নজরে পড়েছে অনেকেরই। ধীরে ধীরে এই ধরনের একাধিক পতঙ্গ উধাও হয়ে যাচ্ছে পরিবেশ থেকে। কিন্তু নেপথ্যে কী কারণ? উষ্ণায়ণ নাকি...