Siddiqullah Chowdhury: দলের সংখ্যালঘু সেলের সমাবেশ, জানেনই না সভাপতি, বিস্ফোরক সিদ্দিকুল্লা
Siddiqullah Chowdhury: তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্য, "আমি শুধু বলেছি, আমি থাকতে পারব না। তারপর যে সভা ডেকেছে, আমার জানা নেই। কাল আমার সঙ্গে দেখা হয়েছে মোসালফ্ফের। ও শুধু বলল, দল ডেকেছে। আমি বললাম, দল ডেকেছে, সভা করো। দলের শক্তি রয়েছে। দলের সঙ্গে আমার কোনও লড়াই নেই।"
কলকাতা: ওয়াকফ বিরোধিতায় পথে নামছে তৃণমূল। আগামী শনিবার দলের সংখ্যালঘু সেলের সমাবেশ। কিন্তু সেই সভার বিষয়ে কিছুই জানেন না, দাবি সংখ্যালঘু সেলের সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি শুধু জানেন, দল ডেকেছে তাঁকে।
তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্য, “আমি শুধু বলেছি, আমি থাকতে পারব না। তারপর যে সভা ডেকেছে, আমার জানা নেই। কাল আমার সঙ্গে দেখা হয়েছে মোসালফ্ফের। ও শুধু বলল, দল ডেকেছে। আমি বললাম, দল ডেকেছে, সভা করো। দলের শক্তি রয়েছে। দলের সঙ্গে আমার কোনও লড়াই নেই।”
প্রসঙ্গত, বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা স্বাস্থ্য, সংখ্যালঘু উন্নয়ন এবং ভূমি দফতরের উপরে প্রশ্ন চাইছেন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরোধিতা করে এই অধিবেশনে প্রস্তাব বা বিল আনতে চায় সরকার পক্ষ।
বৃহস্পতিবারও বিধানসভায় ওয়াকফ বিলের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র যে আইন এনেছে, তা লাঘু হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হবে। আমি মনে করি রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল কারণ রাজ্যেও ওয়াকফ সম্পত্তি আছে। আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি।” এদিন বিধানসভায় গোটা প্রশ্নোত্তর পর্বেই স্বাস্থ্য আর সংখ্যালঘু উন্নয়ন নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। আর কোনও দফতরের কোনও প্রশ্ন হয়নি। কিন্তু সংখ্যালঘু সেলের সমাবেশের ব্যাপারে কেন সিদ্দিকুল্লা কিছু জানেন না, সেটাই তুলে দিয়েছে হাজারও প্রশ্ন।