Smriti Irani: ভোট নিয়ে রাজ্য নেতৃত্বের বৈঠকের মাঝেই রাজ্যে এলেন স্মৃতি ইরানি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 19, 2022 | 12:28 PM

Smriti Irani in Bengal: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যে এসেছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

Smriti Irani: ভোট নিয়ে রাজ্য নেতৃত্বের বৈঠকের মাঝেই রাজ্যে এলেন স্মৃতি ইরানি
রাজ্যে স্মৃতি ইরানি

Follow Us

কলকাতা : রাজ্যে চলছে বিজেপি নেতৃত্বের বিশেষ বৈঠক। রবিবারের পর সোমবারও বৈঠক বসছে কলকাতায়। তারই মধ্যে রাজ্যে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আজ, সোমবার সকালেই কলকাতায় পৌঁছলেন স্মৃতি। বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে যান হুগলিতে। শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরে তিনি পুজো দেবেন বলে জানা গিয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখিও হবেন তিনি। নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সোমবার সকাল ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী। হুগলিতে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে এ দিন। বিকেলে তিনি যাবেন শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরে। পরে উত্তরপাড়ায় জয় কৃষ্ণ লাইব্রেরীতে যাবেন তিনি। সেখানেই তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে।

নবান্ন অভিযানে আহতের দেখতে সম্প্রতি শহরে এসেছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। রবিবার আহত কর্মীর বাড়িতেও যান তিনি। এ ছাড়া, সম্প্রতি শহরে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। নবান্ন অভিযান ঘিরে বিজেপির অভিযোগ সামনে আসার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি তৈরি করেছে, সেই কমিটির সদস্যরাও এসেছিলেন কলকাতায়। তার মধ্যে ছিলেন রাজ্যসভার সাংসদ ব্রজলাল, লোকসভার সাংসদ কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠৌর, লোকসভার সাংসদ অপরাজিতা সারেঙ্গি, রাজ্যসভার সাংসদ সমীর ওরাও, পঞ্জাবের সুনীল জাখার।

আসন্ন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি কী ভাবে নেওয়া হবে তা নিয়ে বৈঠকে বসছেন বিজেপি-র রাজ্যস্তরের শীর্ষ নেতারা। কেন্দ্রীয় পর্যবেক্ষক ছাড়াও দলের বিধায়করাও উপস্থিত থাকছেন বৈঠকে। ভোটের রণকৌশল ঠিক করাই মূল উদ্দেশ্য। এরই মধ্যে রাজ্যে স্মৃতির সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Next Article