Snake Rescue: কলকাতায় দেখা মিলল রাসেলস ভাইপারের, জালে পেঁচানো বিষধর সাপকে প্রশিক্ষণ ছাড়াই উদ্ধার মহেশতলায়

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 06, 2022 | 7:05 PM

Snake Rescue: জালের মধ্যে বাজে ভাবে জড়িয়ে ছিল সাপটি। বাঁচার জন্য ছটফট করছিল। এমন অবস্থায় বিষয়টি দেখতে পান স্থানীয় এক বাসিন্দা শেখ বাপ্পা।

Snake Rescue: কলকাতায় দেখা মিলল রাসেলস ভাইপারের, জালে পেঁচানো বিষধর সাপকে প্রশিক্ষণ ছাড়াই উদ্ধার মহেশতলায়
সাপ উদ্ধার

Follow Us

কলকাতা: খাস কলকাতায় উদ্ধার বিষধর সাপ। ঘটনাটি ঘটেছে মহেশতলার ২৫ নম্বর ওয়ার্ড এলাকায়। একটি বাড়ির কাছে জলাশয়ে জালের মধ্যে জড়িয়ে ছিল প্রায় ৫ ফুট লম্বা একটি সাপ। বিশালকায় একটি চন্দ্রবোড়া সাপ বা রাসেলস ভাইপার (Russell’s Viper)। অতি বিষধর একটি সাপ। জালের মধ্যে বাজে ভাবে জড়িয়ে ছিল সাপটি। বাঁচার জন্য ছটফট করছিল। এমন অবস্থায় বিষয়টি দেখতে পান স্থানীয় এক বাসিন্দা শেখ বাপ্পা। সাপটিকে দেখে মায়া হয় তাঁর। সাপ কীভাবে ধরতে হয়, বা কীভাবে উদ্ধার করতে হয় সেই বিষয়ে কোনও আগাম প্রশিক্ষণ ছিল না তাঁর। কিন্তু তা সত্ত্বেও সাপটিকে উদ্ধার করার কাজে নেমে পড়েন তিনি। নিজের হাতে জাল কেটে ওই সাপটিকে উদ্ধার করেন শেখ বাপ্পা।

এদিকে ওই সাপটিকে উদ্ধার করার পরে বিচক্ষণতার পরিচয় দেন ওই ব্যক্তি। সাপটিকে একটি কৌটার মধ্যে রেখে দেন তিনি। তারপর খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পাশাপাশি বন দফতরের আধিকারিকদেরও খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন বিভাগের দুই কর্মী। তাঁরা ওই বিষধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। এই বিষয়ে শেখ বাপ্পা নামে ওই ব্যক্তি জানান, “জলায় ঘুরতে গিয়ে দেখি সাপটি জালে আটকে রয়েছে। চন্দ্রবোড়া সাপ। জাল থেকে বেরোতে পারছিল না। সাপটি মারা যেত। কোনওভাবে সাপটিকে বের করে বন দফতরের হাতে তুলে দিলাম। জানটা বেঁচে গেল।”

এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার সাপ উদ্ধার করেছেন তিনি লোকালয় থেকে। সেই থেকেই এবার সাহস করে বিষধর চন্দ্রবোড়া সাপটি উদ্ধারের জন্য এগিয়ে যান তিনি। ভারতে যে ক’টি বিষধর সাপ রয়েছে, তারমধ্যে অন্যতম এটি। হিমোটক্সিন বিষ এই সাপের। চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের কামড়ে শরীরে মাংস পচিয়ে দেয়। সময় মতো চিকিৎসা না হলে এই সাপের কামড়ে মৃত্যু অনিবার্য। অতীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের সন্ধান মিলেছে। তবে এবার খাস কলকাতায় এমন সাপের সন্ধানে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে।

Next Article