Monsoon in Bengal: এখনও পর্যন্ত ৮ দিন দেরি, দক্ষিণবঙ্গে পা রাখতে আর কত সময় নেমে বর্ষা?

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Jun 19, 2024 | 10:28 PM

Monsoon in Bengal: বুধবারও দিনভার কলকাতায় মেঘলা আকাশের দেখা মিলেছে। আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ বৃষ্টির সঙ্গে হালকা দমকা বাতাসও বইতে পারে। ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ।

Monsoon in Bengal: এখনও পর্যন্ত ৮ দিন দেরি, দক্ষিণবঙ্গে পা রাখতে আর কত সময় নেমে বর্ষা?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কবে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে? প্রশ্নটা ঘুরছেই। ৩১ মে উত্তরবঙ্গে পা রেখেছিল বর্ষা। যা আবার নির্ধারিত সময়ের ৭ থেকে ৮ দিন আগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ১১ জুন বর্ষা আসার কথা থাকলেও এখনও মেলেনি দেখা। তবে হাওয়া অফিস বলছে আর অপেক্ষা করতে হবে না বেশি দিন। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আর দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে মৌসুমী বায়ু। এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে। তবে এখনও বৃষ্টির দাপট থেকে মুক্তি নেই উত্তরবঙ্গের। আগামী কয়েকদিনেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট চলবে। 

তালিকায় আছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। তিন জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তালিকায় আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। 

এদিকে বুধবারও দিনভার কলকাতায় মেঘলা আকাশের দেখা মিলেছে। আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ বৃষ্টির সঙ্গে হালকা দমকা বাতাসও বইতে পারে। ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ। ইতিমধ্যেই বার্নপুর ও আসানসোলে গত ২৪ ঘণ্টায় বেশ ভাল বৃষ্টিপাত হয়েছে।

Next Article