কলকাতা: বৃহস্পতিবার রাতে আচমকা এল খবরটা। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত ছবি। মাথায় চোট। কী হয়েছে, কীভাবে হয়েছে রব উঠতে না উঠতেই জানা গেল বাড়িতে ট্রেডমিলে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন মমতা। বর্তমানে ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। সাম্প্রতিককালে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছেন মমতা। কখনও আঘাত পেয়েছেন কোমরে, কখনও মাথায়, কখনও আবার আঘাত পেয়েছেন পায়ে। বাম জমানায় তো লড়াইয়ের ময়দানে ফেটেছিল মাথা।
কয়েকদিন আগেই বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল মমতার কনভয়। প্রচন্ড গতিতে তাঁর কনভয়ে ঢুকে পড়েছিল একটি গাড়ি। বিপদ এড়াতে সজোরে ব্রেক কষেন তাঁর চালক। তাতেই মাথায় চোট পান মমতা। মাথায় ব্যান্ডেজও পড়ে। তারপর বেশ কয়েকদিন বিশ্রামেও থাকতে হয়েছিল তাঁকে। এবার ফের কপালে চোট লাগায় উদ্বেগ বাড়ছে অনুরাগীদের মধ্যে। সামনেই লোকসভা ভোট, জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছিলেন। কিন্তু, এই অবস্থায় এবার কী করে তিনি প্রচারে ঝাঁপাবেন সেই প্রশ্নও থেকে যাচ্ছে।
একুশের বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন মমতা। নন্দীগ্রামে বিরুলিয়ার মন্দির থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজন তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ। অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো নিজেই। যদি পায়ে ব্যান্ডেজ নিয়েই সেই সময় জোরদার প্রচারে নামতে দেখা গিয়েছিল তাঁকে। কিছু মাস আগে আবার জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে মমতাক চপার। ব্যাপক ঝড়-বৃষ্টির মধ্যে সেবকে বায়ুসেনার ঘাঁটিতে বিমানের জরুরি অবতরণের সময় কোমরে ও পায়ে আঘাত পান তিনি। কয়েক মাস আগে স্পেন সফরে শিল্প সম্মেলনে যোগ দিতে গিয়ে ফের পায়ে চোট পেয়েছিলেন তিনি। সেই সময়েও দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়েছিল তাঁকে।