Bengal BJP Candidate List: কাঁথিতে সৌমেন্দু, ঘাটালে হিরণ, বাংলায় বিজেপির হয়ে কে কোথায় দাঁড়াচ্ছেন দেখে নিন
Bengal BJP Candidate List: কোচবিহারে প্রার্থী হচ্ছেন নিশীথ প্রামানিক। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। বালুরঘাট থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতবারও তিনি এখান থেকেই জিতেছিলেন। মালদহ উত্তরের প্রার্থী খগেন মুর্মু।

নয়া দিল্লি: বাংলা থেকে ঘুরে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে ঝড় তুলেছেন আরামবাগ, কৃষ্ণনগর থেকে। এরইমধ্যে এবার ১৬ টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৫টা আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল বিজেপি। ঘোষণা হয়ে গেল পদপ্রার্থীদের নাম। তাতেই দেখা যাচ্ছে গান্ধীনগর থেকে লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বারানসী থেকে লড়ছেন খোদ নরেন্দ্র মোদী, পোরবন্দর থেকে লড়ছেন মনসুখ মান্ডবিয়া। অরুণাচল ওয়েস্টে কিরন রিজিজু, উত্তর পূর্ব দিল্লিতে মনোজ তিওয়ারি, নয়া দিল্লিতে বাসুরি স্বরাজ। একইসঙ্গে এদিন পশ্চিমবঙ্গের ২০টি আসনের প্রার্থী তালিকাও সামনে আনা হয়েছে।
কোচবিহারে প্রার্থী হচ্ছেন নিশীথ প্রামানিক। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। বালুরঘাট থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতবারও তিনি এখান থেকেই জিতেছিলেন। মালদহ উত্তরের প্রার্থী খগেন মুর্মু। মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। শ্রীরূপা গতবার অল্প ভোটে হেরেছিলেন। এবারও একই আসন তাঁকে দেওয়া হয়েছে। জিতলে মোদী মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন অনির্বান গঙ্গোপাধ্যায়। হুগলিতে দাঁড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। কাঁথি থেকে দাঁড়াচ্ছেন সৌমেন্দু অধিকারী। বাঁকুড়া থেকে দাঁড়াচ্ছেন সুভাষ সরকার।
আসানসোলে বিজেপি প্রার্থী পবন সিং। বর্তমানে সেখানে সাংসদ হিসাবে রয়েছে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। বিষ্ণুুপুর থেকে লড়ছেন সৌমিত্র খাঁ। ঘাটালে দাঁড়াচ্ছেন হিরণ চট্টোপাধ্য়ায়। বর্তমানে ঘাটালের সাংসদ রয়েছেন তৃণমূলের দেব। শেষ বিধানসভা ভোটে তিনি জিতেছিলেন খড়গপুর সদর থেকে। বনগাঁয় দাঁড়াচ্ছেন শান্তনু ঠাকুর। পুরুলিয়া থেকে দাঁড়াচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো। বোলপুরেপ্রিয়া সাহা। মুর্শিদাবাদে বিজেপির হয়ে লড়বেন গৌরীশংকর ঘোষ। জয়নগরে লড়ছেন অশোক কান্ডারী। বহরমপুরে লড়ছেন নির্মল কুমার সাহা। হাওড়ায় লড়ছেন রথীন চক্রবর্তী।





