কলকাতা: রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট (West Bengal Municipal Elections 2022) হবে ২৭ ফেব্রুয়ারি। তৃণমূল ১০৭টি পুরসভার জন্য শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এদিকে এই তালিকা সামনে আসতেই হই হই পড়ে যায় জেলায় জেলায়। বিক্ষোভ, বিদ্রোহ, অভিমানের স্ফূরণ নৈহাটি থেকে নদিয়া সর্বত্র। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ ওঠে, ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক এই প্রার্থী তালিকা তৈরি করেছে। পিকের তৈরি তালিকায় কাজের মানুষের থেকে তোষামোদের মুখ বেশি, এমন অভিযোগও আসে কোনও কোনও পুর এলাকা থেকে। মোটের উপর কম বেশি সকলেই এই ‘অপছন্দের’ তালিকার জন্য পিকে-কে অভিযুক্ত করেছেন। যদিও সূত্রের খবর, পাল্টা দাবি করেছে আইপ্যাকও। তারা সাফ জানিয়ে দিয়েছে এই তালিকার সঙ্গে তারা কোনওভাবেই জড়িত নয়। এমনকী ওয়েবসাইটে যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই ‘এ লিস্ট’-এর সঙ্গে সম্পর্ক নেই পিকের সংস্থার।
সূত্রের খবর, আইপ্যাকের তরফে বলা হয়েছে তারা কোনওভাবেই পুরভোটের কোনও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। ‘এ লিস্ট বি লিস্ট’ নিয়েও তারা কিছুই করেনি। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আইপ্যাককে নিয়ে যে অভিযোগ উঠছে, তার যে কোনওরকম বাস্তব ভিত্তি নেই এই বক্তব্যে সে দাবিই জোরাল। যদিও এ নিয়ে প্রশান্ত কিশোরের সংস্থার তরফে প্রকাশ্যে কোনও বক্তব্য দেওয়া হয়নি।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীরা জানান, দল ১০৭টি পুরসভার সমস্ত ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করল। তালিকা জেলায় জেলায় পাঠানো হবে। কিছুক্ষণের মধ্যেই দলের ওয়েবসাইট-সহ তৃণমূলের বিভিন্ন সোশাল হ্যান্ডেলে এই তালিকায় আপলোড হয়। তালিকায় সামনে আসতেই প্রার্থীদের নিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয়। কোথাও স্বজনপোষণের অভিযোগ ওঠে, কোথাও আবার পরিবারতন্ত্র কায়েমের চেষ্টার কথা বলা হয়। শীতের রাতে রাস্তায় নেমে টায়ার পুড়িয়ে কিংবা হেভিওয়েট নেতাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান একাধিক পুর এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। চরম অস্বস্তিতে পড়ে শাসকদল।
সূত্রের খবর, ওয়েবসাইটে তালিকা প্রকাশের ঘটনায় কেউ কেউ আইপ্যাকের দিকেও ইঙ্গিত করে। তালিকা প্রকাশ নিয়ে শুক্রবার রাতেই পার্থ চট্টোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয় বলেও সূত্রের তরফে দাবি করা হয়। যদিও প্রকাশ্যে এই বিষয়টির সত্যতা নিয়ে কেউ কোনও মন্তব্য করেনি। এরই মধ্যে উঠে এল আরও এক সূত্রের খবর। আইপ্যাক নাকি স্পষ্ট করে দিয়েছে তারা এই তালিকার সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। এমনকী পুরভোটের কোনও বিষয়েই তারা যুক্ত নয় বলে প্রশান্ত কিশোরের সংস্থার তরফে বলা হয়েছে বলেই খবর।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
কলকাতা: রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট (West Bengal Municipal Elections 2022) হবে ২৭ ফেব্রুয়ারি। তৃণমূল ১০৭টি পুরসভার জন্য শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এদিকে এই তালিকা সামনে আসতেই হই হই পড়ে যায় জেলায় জেলায়। বিক্ষোভ, বিদ্রোহ, অভিমানের স্ফূরণ নৈহাটি থেকে নদিয়া সর্বত্র। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ ওঠে, ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক এই প্রার্থী তালিকা তৈরি করেছে। পিকের তৈরি তালিকায় কাজের মানুষের থেকে তোষামোদের মুখ বেশি, এমন অভিযোগও আসে কোনও কোনও পুর এলাকা থেকে। মোটের উপর কম বেশি সকলেই এই ‘অপছন্দের’ তালিকার জন্য পিকে-কে অভিযুক্ত করেছেন। যদিও সূত্রের খবর, পাল্টা দাবি করেছে আইপ্যাকও। তারা সাফ জানিয়ে দিয়েছে এই তালিকার সঙ্গে তারা কোনওভাবেই জড়িত নয়। এমনকী ওয়েবসাইটে যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই ‘এ লিস্ট’-এর সঙ্গে সম্পর্ক নেই পিকের সংস্থার।
সূত্রের খবর, আইপ্যাকের তরফে বলা হয়েছে তারা কোনওভাবেই পুরভোটের কোনও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। ‘এ লিস্ট বি লিস্ট’ নিয়েও তারা কিছুই করেনি। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আইপ্যাককে নিয়ে যে অভিযোগ উঠছে, তার যে কোনওরকম বাস্তব ভিত্তি নেই এই বক্তব্যে সে দাবিই জোরাল। যদিও এ নিয়ে প্রশান্ত কিশোরের সংস্থার তরফে প্রকাশ্যে কোনও বক্তব্য দেওয়া হয়নি।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীরা জানান, দল ১০৭টি পুরসভার সমস্ত ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করল। তালিকা জেলায় জেলায় পাঠানো হবে। কিছুক্ষণের মধ্যেই দলের ওয়েবসাইট-সহ তৃণমূলের বিভিন্ন সোশাল হ্যান্ডেলে এই তালিকায় আপলোড হয়। তালিকায় সামনে আসতেই প্রার্থীদের নিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয়। কোথাও স্বজনপোষণের অভিযোগ ওঠে, কোথাও আবার পরিবারতন্ত্র কায়েমের চেষ্টার কথা বলা হয়। শীতের রাতে রাস্তায় নেমে টায়ার পুড়িয়ে কিংবা হেভিওয়েট নেতাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান একাধিক পুর এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। চরম অস্বস্তিতে পড়ে শাসকদল।
সূত্রের খবর, ওয়েবসাইটে তালিকা প্রকাশের ঘটনায় কেউ কেউ আইপ্যাকের দিকেও ইঙ্গিত করে। তালিকা প্রকাশ নিয়ে শুক্রবার রাতেই পার্থ চট্টোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয় বলেও সূত্রের তরফে দাবি করা হয়। যদিও প্রকাশ্যে এই বিষয়টির সত্যতা নিয়ে কেউ কোনও মন্তব্য করেনি। এরই মধ্যে উঠে এল আরও এক সূত্রের খবর। আইপ্যাক নাকি স্পষ্ট করে দিয়েছে তারা এই তালিকার সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। এমনকী পুরভোটের কোনও বিষয়েই তারা যুক্ত নয় বলে প্রশান্ত কিশোরের সংস্থার তরফে বলা হয়েছে বলেই খবর।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা