কলকাতা: রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরই চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে ইডির হাতে। জ্যোতিপ্রিয় ও তাঁর পরিবারের বিষয়ে বিস্ফোরক তথ্য ইডির হাতে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র পরিবারের বিদেশ সফরের টিকিট কেটেছিলেন বাকিবুর। মরিশাস, আমেরিকা ঘোরার টিকিটের খরচ বাকিবুর দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বাকিবুরের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের সময় এই সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলেও ইডি সূত্রে দাবি করা হচ্ছে। সূত্রের খবর, বাকিবুর ও ট্রাভেল এজেন্টের হোয়াটসঅ্যাপ চ্যাটও ইডির হাতে এসেছে।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় পুজোর আগেই গ্রেফতার করা হয়েছিল প্রভাবশালী ব্যবসায়ী তথা চালকল-আটাকলের মালিক বাকিবুর রহমানকে। বাকিবুরের গ্রেফতারির পর ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর বক্তব্য ছিল, তিনি বাকিবুরকে চেনেনই না। বাকিবুরকে তিনি কোনওদিন দেখেননি বলেও জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়। মন্ত্রীর দাবি ছিল, সবই বাজে কথা।
তবে ইডি সূত্র মারফত বিস্ফোরক তথ্য উঠে আসতে শুরু করেছে। ইডি সূত্রে দাবি করা হচ্ছে, বাকিবুরের বাড়িতে তল্লাশি চালানোর সময় বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। তার মধ্যে রয়েছে বাকিবুরের সঙ্গে এক ট্রাভেল এজেন্টের হোয়াটসঅ্যাপ চ্যাটও। সেই চ্যাটের তথ্য রিট্রিভ করে ফেলেছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে দাবি করা হচ্ছে, সেখান থেকেই জানা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের একাধিক ব্যক্তি শিলং, মরিশাস এবং আমেরিকা ভ্রমণের টিকিট থেকে শুরু করে বাকি খরচ যুগিয়েছে বাকিবুর।