Mamata-Abhishek: অভিষেক-মমতার নিরাপত্তা নিয়ে বৈঠক, কী বার্তা দেওয়া হল পুলিশকর্তাদের

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Apr 22, 2024 | 10:05 PM

Mamata - Abhishek: সোমবারের ওই বৈঠক থেকে সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের সিপিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। শুধু তাই নয়, ভোটের আগে রাজনৈতিক বিভিন্ন জনসভাগুলিতে ফ্রিস্কিং, চেকিং আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Mamata-Abhishek: অভিষেক-মমতার নিরাপত্তা নিয়ে বৈঠক, কী বার্তা দেওয়া হল পুলিশকর্তাদের
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: মুম্বই থেকে রাজারাম রেগে গ্রেফতার হওয়ার পর এবার বাড়তি সতর্কতা পুলিশ মহলে। পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রেইকি করতে কলকাতায় এসেছিল। শুধু তাই নয়, তৃণমূল নেতা ও তাঁর আপ্তসহায়কের ফোন নম্বরও জোগাড়ের চেষ্টা করছিল। আর এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূলের সেকেন্ড-ম্যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তা নিয়ে এক দফা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল। পুলিশ সূত্রে খবর, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা এই বৈঠক করেছেন।

সোমবারের ওই বৈঠক থেকে সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের সিপিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। শুধু তাই নয়, ভোটের আগে রাজনৈতিক বিভিন্ন জনসভাগুলিতে ফ্রিস্কিং, চেকিং আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি বহুতল থেকে নজরদারি আরও বাড়ানোর বার্তাও দেওয়া হয়েছে। কোনওরকন ঢিলেঢালা মনোভাব যাতে না থাকে, সেই নির্দেশেও এদিনের বৈঠকে দেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য, সোমবার সকালেই কলকাতা পুলিশের একটি টিম মুম্বই থেকে গ্রেফতার করেছে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে। ওই ব্যক্তি কিছুদিন আগে কলকাতায় এসেছিল এবং শেক্সপিয়র সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই সময়েই এই ব্যক্তি অভিষেকের বাড়ি রেইকি করেছিল এবং তৃণমূল নেতার ও তাঁর আপ্ত-সহায়কের ফোন নম্বর জোগাড় করেছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আজ অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে, বিচারক তার পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Next Article