Durga Puja: ষষ্ঠীতে ঠাকুর দেখতে শহরে আসতে পারেন নাড্ডা

Anjan Roy | Edited By: Soumya Saha

Oct 12, 2023 | 11:44 PM

J P Nadda: বিজেপির সূত্রে খবর, ষষ্ঠীতে কলকাতায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ঠাকুর দেখতে সস্ত্রীক শহরে আসতে পারেন তিনি। বিজেপি সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। যদিও তাঁর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর।

Durga Puja: ষষ্ঠীতে ঠাকুর দেখতে শহরে আসতে পারেন নাড্ডা
পুজোয় কলকাতায় আসতে পারেন নাড্ডা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর (Durga Puja 2023) উদ্বোধন করতে ঝটিকা সফরে শহরে আসছেন তিনি। আর তারপর শহরে আসতে পারেন বিজেপির আরও এক মহারথী। বিজেপির সূত্রে খবর, ষষ্ঠীতে কলকাতায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। ঠাকুর দেখতে সস্ত্রীক শহরে আসতে পারেন তিনি। বিজেপি সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। যদিও তাঁর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর। বিজেপি সূত্রে খবর, কলকাতার বেশ কয়েকটি পুজো ঘুরে দেখতে পারেন তিনি।

প্রসঙ্গত, দ্বিতীয়াতেই শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, এক ঘণ্টার ঝটিকা সফরে কলকাতা আসছেন শাহ। কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন তিনি। সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতার অন্যতম বড় একটি দুর্গাপুজো। প্রতি বছর দর্শনার্থীদের ভিড় জমে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা দেখার জন্য। গতবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম ছিল লালকেল্লা। দিল্লির লালকেল্লায় যেমন লাইট অ্য়ান্ড সাউন্ড শো হয়, সেরকম লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের আয়োজন করা হয়েছিল মণ্ডপ চত্বরে।

আর এবার সেখানে পুজোর থিম রাম মন্দির। অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর মণ্ডপ। এই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সেই পুজোর উদ্বোধনে সোমবারই কলকাতায় আসছেন অমিত শাহ। আর বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে, ষষ্ঠীতে কলকাতায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও।

Next Article