Mamata Banerjee: দেরিতে উড়ল মুখ্যমন্ত্রীর বিমান, ২ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা মমতার, কেন জানেন?

Ranjit Dhar | Edited By: Soumya Saha

Sep 12, 2023 | 1:39 PM

Kolkata Airport: কলকাতা থেকে দুবাইগামী যে বিমানটিতে মুখ্যমন্ত্রী যাত্রা করছেন, সেটি কলকাতা বিমানবন্দর থেকে সকাল ৯ টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু বিমান নির্ধারিত সময়ে ছাড়েনি বলেই জানা যাচ্ছে। প্রায় দু'ঘণ্টারও বেশি সময় দেরিতে কলকাতা থেকে রওনা দিল মুখ্যমন্ত্রীর বিমান।

Mamata Banerjee: দেরিতে উড়ল মুখ্যমন্ত্রীর বিমান, ২ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা মমতার, কেন জানেন?
বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যে লগ্নি টানতে দুবাই ও স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল সকাল কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান তিনি। সাড়ে ন’টার কিছু আগেই বিমানবন্দরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে দুবাইগামী যে বিমানটিতে মুখ্যমন্ত্রী যাত্রা করছেন, সেটি কলকাতা বিমানবন্দর থেকে সকাল ৯ টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু বিমান নির্ধারিত সময়ে ছাড়েনি বলেই জানা যাচ্ছে। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় দেরিতে কলকাতা থেকে রওনা দিল মুখ্যমন্ত্রীর বিমান। সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও, কলকাতা থেকে সেটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় দুপুর ১২টা ১ মিনিটে।

কিন্তু কেন এই দেরি হল মুখ্যমন্ত্রীর যাত্রায়? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফ্লাই এমিরেটস উড়ান সংস্থার দুবাই থেকে কলকাতাগামী বিমানটি আসতে দেরি করেছিল। সকাল ৮টা ৫ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু সেটি দমদম বিমানবন্দরে এসে পৌঁছয় বেলা ৯ টা ৫১ মিনিটে। উড়ান সংস্থা সূত্রে জানা যাচ্ছে, যেহেতু কলকাতাগামী বিমানটি বিমানবন্দরে অবতরণে দেরি করেছে, তাই বিমানটি রওনা দেওয়ার ক্ষেত্রেও দেরি হয়েছে।

সব মিলিয়ে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় মুখ্যমন্ত্রীকে অপেক্ষা করতে হয় কলকাতা বিমানবন্দরের ভিতরে। জানা যাচ্ছে, এই সময় বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিমানবন্দরের ভিতরে বিশ্ব বাংলার যে স্টল রয়েছে, সেটিও ঘুরে দেখেন তিনি। এর পাশাপাশি অন্যান্য় কিছু স্টলও ঘুরে সময় কাটান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এদিন বিমানবন্দরের ভিতরে প্রবেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। দুবাই ও স্পেন সফর নিয়ে যে তিনি বেশ আশাবাদী। বিশেষ করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগে মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন দুবাইয়ে একটি বাণিজ্য সম্মেলন ও প্রবাসীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

Next Article