Mamata Banerjee: ঝালদার সাফল্যে অভিনন্দন মমতার: সূত্র

Jhalda Municipality: ঝালদা পুরসভার বেশ কিছু এলাকায় জলের সমস্যা রয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই সমস্যার কথাও এদিন মুখ্যমন্ত্রীর কাছে সুশান্ত তুলে ধরেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

Mamata Banerjee: ঝালদার সাফল্যে অভিনন্দন মমতার: সূত্র
সূত্রের খবর, ঝালদা নিয়ে অভিনন্দন জানিয়েছেন মমতাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 5:22 PM

কলকাতা: ঝালদা পুরসভার তিন কংগ্রেস কাউন্সিলর, এক নির্দল কাউন্সিলর ও নির্দল পুরপ্রধান যোগ দিয়েছেন তৃণমূলে। আর তাতেই ওলটপালট সব অঙ্ক। ১২ সদস্যের পুরসভায় তৃণমূলের রয়েছে পাঁচ জন কাউন্সিলর। গতসন্ধের দলবদলের পরে একমাত্র পুরসভা হাত-ছাড়া হয়েছে কংগ্রেসের। ঝালদা পুরসভা এখন কার্যত তৃণমূলের দখলে। আর যাঁর হাত ধরে ঝালদায় তৃণমূলের এই সাফল্য এসেছে, তিনি বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। গতসন্ধেয় বিধায়কের হাত ধরেই তৃণমূলে যোগ দেন কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা। সূত্র মারফত জানা যাচ্ছে, ঝালদার সাফল্যে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে সে কথা বলেছেন দলনেত্রী।

ঝালদা পুরসভার বেশ কিছু এলাকায় জলের সমস্যা রয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই সমস্যার কথাও এদিন মুখ্যমন্ত্রীর কাছে সুশান্ত তুলে ধরেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ও সমস্যা মেটানোর বিষয়ে সুশান্তকে আশ্বস্ত করেছেন বলে সূত্রের খবর। জল-সমস্যার পাশাপাশি স্থানীয় পুর এলাকায় কাজের জন্য ফান্ডের সমস্যার কথাও সুশান্ত মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন বলে খবর এবং সেগুলিও মুখ্যমন্ত্রী দেখে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ঝালদার পাঁচ কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পর বলছেন, তাঁরা উন্নয়নের ধারায় সামিল হতেই ঘাসফুলে এসেছেন। গতসন্ধের যোগদান পর্বের পর বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো বলেছেন, ‘ঝালদার মানুষের দাবির কথা ভেবে কাউন্সিলররা তৃণমূলে যোগ দিয়েছেন। এতে আমরা আনন্দিত।’ পানীয় জল সমস্যা নিয়েও গতকাল বলেছিলেন বিধায়ক। ঝালদাবাসীর জল-সমস্যা যে মিটতে চলেছে, এমন আভাসও তিনি দিয়েছিলেন। বলেছিলেন, ‘পৌর দফতরের সঙ্গে কথা বলে আমরা যত শীঘ্র সম্ভব এই সমস্যা দূর করার চেষ্টা করব।’