দমদম: আবারও উত্তেজনা দক্ষিণ দমদমে। সেখানে এক তৃণমূলের বুথ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বহিষ্কৃত তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোরও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। বর্তমানে ওই তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় দমদম পুর হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে ঘটনার অভিযোগ দায়ের হয়েছে নাগেরবাজার ফাঁড়িতে।
ঘটনাস্থল দমদম দক্ষিণ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধুগড় তারামা কলোনীর। সেখানেই তৃণমূল বুথ কর্মী গৌতম বিশ্বাসকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখানোর পাশাপাশি বাঁশ-রড দিয়ে লাগাতার মারধরের অভিযোগ বহিষ্কৃত তৃণমূল নেতা প্রবীর পালের অনুগামীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত্রিবেলা কাজ সেরে সাইকেলে চড়ে গৌতম বিশ্বাস বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় বুড়ির মাঠের সামনে কার্তিক পাত্র,উদয় ঘোষ, শুভ চ্যাটার্জী, অমর নাথ মজুমদার পথ আটকায় তাঁর। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যাপক মারধর করা হয় গৌতমবাবুকে। এরপর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় অভিযোগ দায়ের করা হয় কামারডাঙা ফাঁড়িতে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সমস্ত ঘটনা তদন্ত করে দেখছে নাগেরবাজার ফাঁড়ির পুলিশ।
এই বিষয়ে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর জয়ন্তী সাহা বলেন, ‘আমি কালকে ওয়ার্ড থেকে এসেছি তখন ১০টা বাজে। আমি শুনেছি কোথাও একটা গণ্ডগোল হয়েছে। এর থেকে বেশি কিছু জানি না। তার পরবর্তীকালে ফোন করে আমায় বলছে কেউ মার খেয়েছে, কেউ আহত হয়েছে। এর বেশি কিছু বলতে পারব না। যেহেতু কলোনি বেল্টের এলাকা অনেক সময় এমন হয় নিজেরা বন্ধুরা মারপিট করে। পরে আবার মিটে যায়। যদি কোথাও গণ্ডগোল হয় সেক্ষেত্রে প্রশাসন প্রশাসনের ব্যবস্থা করবে। আমি মারপিটের রাজনীতিতে বিশ্বাস করি না।’ আহতের মা বলেন, ‘গতকাল অন্য ওয়ার্ডের ছেলে এসে ওকে মারধর করে পরে অন্য একজন এসে ওকে বাড়িতে দিয়ে যায়।’ এই বিষয়ে TV9 বাংলা প্রবীর পালের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল প্রতিক্রিয়ার জন্য। তবে তিনি ফোন ধরেননি।
অপরদিকে বিধায়ক ব্রাত্য বসু বলেন, ‘এমন ঘটনার কোনও খবর আমি পাইনি। যদিও জানতে পারি কঠোর হাতে তার ব্যবস্থা করা হবে।’
বস্তুত, বিধানসভা ভোটের পরে দল বিরোধী কাজের জন্য তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিলেন প্রবীর পাল। সেই সময় প্রবীরবাবুকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছিল এই গৌতম বিশ্বাসের বিরুদ্ধে।