AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ভাইফোঁটার দুপুরে বৈশাখীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘কানন’, দেখা করেন মুকুলও

Kalighat: ফোঁটা নিতে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৌঁছন শোভন। ফলে আরও একবার রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

Mamata Banerjee: ভাইফোঁটার দুপুরে বৈশাখীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে 'কানন', দেখা করেন মুকুলও
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুকুল-শোভন-বৈশাখী (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Oct 27, 2022 | 4:24 PM
Share

কলকাতা: বড় চমক ভাইফোঁটায়! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও মুকুল রায়। ফোঁটা নিতে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৌঁছন শোভন। ফলে আরও একবার রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

মুলত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাই স্নেহে দেখেন শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee)। এরপর প্রাক্তন মেয়র যোগদান করেন গেরুয়া শিবিরে। সেই সময় সম্পর্কের একটু টানাপোড়েন হয়। কিন্তু ফের একটা সুসম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বৃহস্পতিবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিদির আর্শীবাদ বড় প্রাপ্তি। দিদি ও শোভনের টান অটুট।’ অপরদিকে, শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘দিদির সঙ্গে কথা একান্তই দিদির আর আমার মধ্যে।

সূত্রের খবর, ভাইফোঁটা নিতেই বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছেন শোভন। অপরদিকে, মুকুল রায় তিনি এখনও খাতায়-কলমে বিজেপিতে। যদিও, তৃণমূল ভবনে তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দিতে দেখা গিয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর প্রশ্ন উঠতে শুরু করে বর্তমানে কোন দলে রয়েছেন তিনি? পরবর্তীতে বিধানসভার দু’দফার শুনানি পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে  মুকুল কোনও দলবদল করেননি। বিজেপিতেই রয়েছেন। ফলত সবটা মিলিয়েই তাঁকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়। এরপর আজ তিনিও ভাই-ফোঁটা নিতে পৌঁছন মুখ্যমন্ত্রীর বাড়িতে।

প্রায় প্রতিবছরই ভাইফোঁটার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভনের উজ্জ্বল উপস্থিতি থাকে। তবে ব্যতিক্রমও ঘটেছিল তাঁর দল বদলের পর। দলনেত্রীর সঙ্গে তাঁর দূরত্ব স্পষ্টতই অনেকখানি বেড়ে গিয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোতেও অনুপস্থিত ছিলেন তিনি। ভাই-ফোঁটাতেও মেলেনি দেখা। কিন্তু এইবছর ফের চমক। ফলত, কোথাও পরিষ্কার হচ্ছে যে তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন যা মনে করছে রাজনৈতিক মহল। কারণ কয়েকদিন আগে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধে একটি ভিডিয়ো পোস্ট করেন। এরপর এদিনের ছবি! মনে করা হচ্ছে শোভন চট্টোপাধ্যায় পুনরায় তৃণমূলে সক্রিয় হয়ে উঠতে পারেন।