কলকাতা: ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক সমর্থনের বার্তা অখিলেশ যাদবের (Akhilesh Jadav) । একদিকে যখন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, তার মধ্যে এবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশের সমর্থন যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সোমবারই মমতাকে অখিলেশ সেই বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অখিলেশের এই সমর্থনের বিশেষ গুরুত্ব রয়েছে। একদিকে যখন বাম-কংগ্রেস জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়াই করছে, তখন এভাবে অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনের বিশেষ ভূমিকা আছে। আগেই অবশ্য এই সমর্থন করার কথা জানিয়েছিলেন অখিলেশ যাদব।
তবে এই রাজনৈতিক সমীকরণের সঙ্গে ২০১৯-এর ছবির মিল পাচ্ছে রাজনৈতিক মহল। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একত্রিত হয়েছিলেন অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ফারুক আব্দুল্লা, কুমারস্বামী, চন্দ্রবাবু নাইডুর মতো অন্যান্য রাজ্যের গুরুত্বপূর্ণ নেতারা। যদিও ভোটে তার প্রভাব দেখা যায়নি বিশেষ, তবে তাঁরা কড়া বিরোধিতার বার্তা দিতে পেরেছিলেন বলে মনে করে রাজনৈতিক মহল। তাই এ বার বিধানসভা নির্বাচনের আগেও এই সমর্থন যথেষ্ট বার্তাবহ।
আরও পড়ুন: দেবাংশুকে প্রার্থী করে চমকে দিতে পারেন মমতা
শিবসেনা এর আগেই মমতাকে সাহায্য করতে এবং বিজেপির ‘হিন্দু ভোটে’ থাবা বসাতে বাংলার নির্বাচনে নামার ঘোষণা করেছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও আসছে রাজ্যে। তবে অখিলেশ সেই পথে হাঁটবেন কিনা, তা স্পষ্ট নয়। আপাতত নৈতিক সমর্থনের বার্তা দিলেন তিনি। অখিলেশ ছাড়াও মমতাকে সমর্থন জানানোর কথা বলেছেন শরদ যাদবও।
সোমবার বিকেল চারটেয় মমতা ও তেজস্বীর বৈঠক হওয়ার কথা। বিহার বিধানসভা নির্বাচনে জয়ী না হলেও বড় চমক দিয়েছিলেন তেজস্বী। লালুপুত্রের দক্ষতায় দারুণ সাফল্য পায়ে আরজেডি। এই প্রেক্ষিতে বাংলার ভোটের মুখে তেজস্বীর সঙ্গে মমতার সাক্ষাৎ নতুন কোনও সমীকরণ তৈরি কিনা সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।