Tram in kolkata: বন্ধ হয়ে যাবে না তো ট্রাম? স্পিকারের প্রশ্নে জবাব দিলেন ফিরহাদ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 21, 2023 | 10:38 PM

Tram in kolkata: এখনও কলকাতার পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই যান। নিয়মিত না চড়লেও ট্রাম-হীন শহরের চেহারা ভাবতে গেলে মন খারাপ হয়ে যায় শহরবাসীর।

Tram in kolkata: বন্ধ হয়ে যাবে না তো ট্রাম? স্পিকারের প্রশ্নে জবাব দিলেন ফিরহাদ

Follow Us

কলকাতা: পুজো প্যান্ডেলের থিমে বা কলকাতা প্রেমীর সেলফিতেই কি রয়ে যাবে ঐতিহ্যবাহী ট্রাম? রুট কমতে থাকায় এমন প্রশ্ন উঠেছে সম্প্রতি। কিছুদিন আগেই রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, অনেক রাস্তাতেই ট্রাম চালানো সম্ভব হচ্ছে না। এবার বিধানসভায় সেই প্রসঙ্গ তুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ট্রাম যাতে পুরোপুরি বন্ধ না হয়ে যায় সেই আর্জি জানিয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার অধিবেশনে নিজেই ট্রামের প্রসঙ্গ তোলেন অধ্যক্ষ। তিনি বলেন, ‘কলকাতার কিছু কিছু রুটে যদি ট্রাম চালানো যায় দেখবেন। আমি সংবাদপত্রে দেখলাম ট্রাম বন্ধ করা দেওয়া হচ্ছে। দেখবেন ট্রাম যেন বন্ধ না হয়। এটা আমাদের রাজ্যের তথা কলকাতার ঐতিহ্য, আবেগের সঙ্গে জড়িত।’

স্পিকারকে আশ্বস্ত করে, মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘যে রুট গুলিতে ট্রাম চলছে, সেগুলি বন্ধ হচ্ছে না। আর ট্রাম বন্ধ করার কোনও অভিপ্রায়ও সরকারের নেই। কোনও সরকারি বিজ্ঞপ্তিও নেই এ বিষয়ে।’ যে সব লাইনে সমস্যা আছে সেগুলি মেরামত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

দেড়শ বছরে পা দিচ্ছে কলকাতার ট্রাম। শহুরে জীবনের গতির সঙ্গে হয়ত পাল্লা দিতে পারছে না বুড়ো ট্রাম। তবে, এখনও কলকাতার পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই যান। নিয়মিত না চড়লেও ট্রাম-হীন শহরের চেহারা ভাবতে গেলে মন খারাপ হয়ে যায় শহরবাসীর। তাই সেই ঐতিহ্য যেন থমকে না যায়, এমনটা চাইছেন অনেকেই। আর সেই প্রশ্নই তুললেন খোদ স্পিকার।

এসপ্লানেড-গড়িয়াহাট ও টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে আপাতত কয়েকটি ট্রাম চলছে। খিদিরপুর-এসপ্লানেড রুট বন্ধ হয়ে গিয়েছে বছর খানের আগে। যাত্রী সংখ্যাও আগের থেকে কমেছে বলে পরিবহন দফতর সূত্রে খবর।

Next Article