Speaker Biman Banerjee: মুখ্যমন্ত্রী ওঁকে ভাইয়ের মতোই দেখতেন, দল পরিবর্তন করলেই সম্পর্ক খারাপ হয় না: স্পিকার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 26, 2022 | 2:28 PM

Speaker Biman Banerjee: শুক্রবার মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের মাঝে শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাবা সিনিয়র নেতা, তাঁকে আমি সম্মান করি।’

Speaker Biman Banerjee: মুখ্যমন্ত্রী ওঁকে ভাইয়ের মতোই দেখতেন, দল পরিবর্তন করলেই সম্পর্ক খারাপ হয় না: স্পিকার
সৌজন্যের রাজনীতি নিয়ে মুখ খুললেন বিমান বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভাইয়ের চোখেই দেখতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা-শুভেন্দুর সাক্ষাতের পর এমনটাই বললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়। শুধু তাই নয়, শিশির অধিকারীকেও যে সম্মান করা হয়, সেকথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, দল বদল হয়ে গেলেও ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়ে যায় না, সেটাই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সংবিধান দিবসে শাসক-বিরোধী সৌজন্যের ছবি দেখা যায় বিধানসভায়। শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে ডেকে কথা বলেন মমতা। এরপর বিধানসভায় বক্তব্য পেশ করতে গিয়ে মমতা শুভেন্দুকে ভাইয়ের মতো স্নেহ করতেন বলে উল্লেখ করেন। এই সৌজন্য নিয়েই জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে।

শনিবার এ বিষয়ে স্পিকার বলেন, ‘শুভেন্দুকেই ভাইয়ের মতোই দেখতেন মুখ্যমন্ত্রী। শিশিরবাবুকে সম্মানের চোখেই দেখা হয়ে। শ্রদ্ধা করি। দল পরিবর্তন করলেই ব্যক্তিগত সম্পর্ক খারাপ হতে হবে, সেটা আমি মনে করি না। সবার সংযত ভাষা ব্যবহার উচিত। মুখ্যমন্ত্রী দেখিয়েছেন সেটা।’

উল্লেখ্য, শুক্রবার মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের মাঝে শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি এক সময় কংগ্রেসে, তারপর তৃণমূল কংগ্রেসে ছিলেন। আপনার বাবা সিনিয়র নেতা, তাঁকে আমি সম্মান করি।’

আর শাসক বিরোধী সমন্বয়ের যে বার্তা মমতা দিয়েছেন, সেই প্রসঙ্গে স্পিকার বলেন, এটা ভাল, এটাই নিয়ম। বিধানসভা কোনও বিশেষ রাজনৈতিক দলের নয়। ওরা সব কিছুতে অংশ নেবে এটাই প্রত্যাশিত। কার সঙ্গে বিধানসভার বাইরে কী সম্পর্ক জানি না। কিন্তু বিধানসভার ভিতরে কী হয় সেটাই দেখার। বিধানসভায় মুখ্যমন্ত্রী সেটাই বুঝিয়েছেন। পাশাপাশি, ভাষা নিয়ে বিরোধীদের তোপ দেগেছেন স্পিকার। তাঁর দাবি, বাইরের ভাষা বিধানসভায় ব্যবহার করা উচিত নয়, সেটা সবার বোঝা উচিত।

শুক্রবার বিরোধীদের প্রতি নরম সুরেই কথা বলেন তিনি। শুভেন্দুর বক্তব্যের রেশ ধরে মমতা জানান, বিভিন্ন সময় বৈঠকে ডাকা হলেও বিরোধীরা আসেন না। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এদিন বিরোধীদের আমন্ত্রণ করেন মমতা। চলচ্চিত্র উৎসবেও উপস্থিত থাকার কথা বলেন বিরোধীদের।

Next Article