Ganga Sagar Mela: মকরস্নানে গঙ্গাসাগর যান নিশ্চিন্তে, ৭২টি অতিরিক্ত ট্রেন দিচ্ছে রেল

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jan 10, 2024 | 6:42 PM

Gangasagar Mela: শিয়ালদহ, নামখানা এবং কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত টিকিট বুকিং সেন্টারও খোলা হচ্ছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে। শিয়ালদহে অতিরিক্ত ২টি, কাকদ্বীপে অতিরিক্ত ৪টি এবং নামখানায় অতিরিক্ত ৩টি টিকিট বুকিং সেন্টার খোলা হচ্ছে। ইউটিএস টিকিট বুকিং পরিকাঠামো এই গঙ্গাসাগর মেলার জন্য সাজিয়ে তোলা হয়েছে।

Ganga Sagar Mela: মকরস্নানে গঙ্গাসাগর যান নিশ্চিন্তে, ৭২টি অতিরিক্ত ট্রেন দিচ্ছে রেল
গঙ্গাসাগর মেলার জন্য অতিরিক্ত ট্রেন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মকর সংক্রান্তি উপলক্ষে কয়েক লক্ষ মানুষ পুণ্যস্নানে যান সাগরে। গঙ্গাসাগরে এদিন উপচে পড়ে মানুষের ভিড়। আর সেই ভিড় শুরু হয় দিন দুই-তিন আগে থেকেই। এবার ১৫ জানুয়ারি মকরস্নান। তার আগে ১২ তারিখ থেকেই অতিরিক্ত ট্রেনের ঘোষণা করল রেল। গঙ্গাসাগর মেলার জন্য শিয়ালদহ থেকে নামখানার মধ্যে অতিরিক্ত ৭২টি ট্রেন ঘোষণা করল শিয়ালদহ ডিভিশন।

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম বুধবার সাংবাদিক বৈঠক করে জানান, গত বছর ৮ লক্ষ যাত্রী হয়েছিল গঙ্গাসাগর মেলা উপলক্ষে। এ বছর তা আরও বাড়বে বলেই মনে করছেন তাঁরা। আর তাই অতিরিক্ত ট্রেন পরিষেবা রাখা হচ্ছে। ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট ৭২টি ট্রেন আপ এবং ডাউন লাইনে চলাচল করবে। শিয়ালদহ থেকে নামখানার মধ্যে এই ট্রেন পরিষেবা থাকবে।

১২ জানুয়ারি আপ লাইনে ৫টি এবং ডাউন লাইনে ৪টি স্পেশাল ট্রেন চলবে

১৩ জানুয়ারি আপ লাইনে ৮টি এবং ডাউন লাইনে ৭টি স্পেশাল ট্রেন চলবে

১৪ জানুয়ারি আপ লাইনে ৭টি এবং ডাউন লাইনে ৮টি স্পেশাল ট্রেন চলবে

১৫ জানুয়ারি আপ লাইনে ৭টি এবং ডাউন লাইনে ৬টি স্পেশাল ট্রেন চলবে

১৬ জানুয়ারি আপ লাইনে ৭টি এবং ডাউন লাইনে ৬টি স্পেশাল ট্রেন চলবে

১৭ জানুয়ারি আপ লাইনে ৪টি এবং ডাউন লাইনে ৩টি স্পেশাল ট্রেন চলবে

অর্থাৎ আপ লাইনে ৩৯টি এবং ডাউন লাইনে ৩৩টি স্পেশাল ট্রেন চলবে

শিয়ালদহ, নামখানা এবং কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত টিকিট বুকিং সেন্টারও খোলা হচ্ছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে। শিয়ালদহে অতিরিক্ত ২টি, কাকদ্বীপে অতিরিক্ত ৪টি এবং নামখানায় অতিরিক্ত ৩টি টিকিট বুকিং সেন্টার খোলা হচ্ছে। ইউটিএস টিকিট বুকিং পরিকাঠামো এই গঙ্গাসাগর মেলার জন্য সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও পুণ্যার্থীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা থাকছে সবক’টি স্টেশনজুড়ে। অতিরিক্ত ১৬৮ জন টিটিই এবং আরপিএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে কাকদ্বীপ, নামখানা এবং শিয়ালদহ স্টেশনে।

Next Article