Jadavpur University : যাদবপুর কি হাঁটবে মেডিকেলের পথে? বুধবার কর্মসমিতির বৈঠকের আগে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাড়ছে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 27, 2022 | 11:22 PM

Jadavpur University : শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০২০ সালে। তারপরেই দেশের বুকে আছড়ে পড়েছিল করোনা ঢেউ। দীর্ঘদিন বন্ধ ছিল কলেজ-বিশ্ববিদ্যালয়ের দরজা। এবার ফের উঠেছে নির্বাচনের দাবি।

Jadavpur University : যাদবপুর কি হাঁটবে মেডিকেলের পথে? বুধবার কর্মসমিতির বৈঠকের আগে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাড়ছে জল্পনা
যাদবপুর বিশ্ববিদ্যালয়

Follow Us

কলকাতা: এখনও যাদবপুরের (Jadavpur University) আন্দোলনের স্মৃতির পাতায় গাঁথা রয়েছে ২০১৪ সালের ‘হোক কলরব’ আন্দোলন। তবে এর কিছু বছর পরেই ‘হোক অ্যাডমিশন’ থেকে ‘হোক ইউনিয়ন’ (Hok Union) আন্দোলনে মুখরিত হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর। বছর চারেক আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়েছে কলকাতার (Kolkata) রাজপথ। আন্দোলনের প্রথমসারিতে দেখতে পাওয়া গিয়েছিল যাদবপুরের পড়ুয়াদের। এবার সেই ফের সেই আন্দোলনের আঁচ দেখতে পাওয়া যাচ্ছে ২০২২ সালের শেষে দাঁড়িয়েও। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিগত কয়েক সপ্তাহে লাগাতার আন্দোলন দেখা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এমনকী ২৪ ডিসেম্বরের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালের সামনে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলতে দেখা গিয়েছে যাদবপুরের পড়ুয়াদের। সমাবর্তন মঞ্চে উঠেও পোস্টার হাতে নির্বাচনের দাবি তুলেছেন বহু পড়ুয়াই। এরইমধ্যে বুধবার বিশ্ববিদ্যালয়ে বসতে চলেছে কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকে কথা হতে পারে নির্বাচন নিয়ে। 

যাদবপুরে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০২০ সালে। তারপরেই দেশের বুকে আছড়ে পড়েছিল করোনা ঢেউ। দীর্ঘদিন বন্ধ ছিল কলেজ-বিশ্ববিদ্যালয়ের দরজা। তবে বর্তমানে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। আর তাতেই ফের উঠেছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি। কর্মসমিতির বৈঠকের কথা সামনে আসতেই বুধবার অরবিন্দ ভবন অভিযানের ডাক দিয়েছে ইঞ্জিনিয়রিংয়ের ছাত্র সংগঠন ফেটসু। সহজ কথায়, বৈঠক চলাকালীন যাদবপুরের মূল প্রশাসনিক ভবন অরবিন্দ ভবন ফের মুখরিত হতে পড়ুয়াদের স্লোগানে।

প্রসঙ্গত, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সম্প্রতি লাগাতার আন্দোলন চালাতে দেখা গিয়েছিল কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়াদের। তবে শেষ পর্যন্ত প্রশাসনের তরফে সবুজ সংকেত না পাওয়াতে নিজেরাই ভোটের বিষয়ে উদ্যোগী হন পড়ুয়ারা। নিজেরাই ভোট করিয়ে তৈরি করে ফেলেন নতুন ছাত্র সংসদ। এবার কী তাহলে সেই পথে হাঁটবে যাদবপুরও? বাড়ছে জল্পনা। এদিকে বৈধ উপায় ছাত্র সংসদ ভোট করানোর ‘অধিকার’ যাদবপুর কর্তৃপক্ষের নেই। সে ক্ষেত্রে আন্দোলনের রেশ কর্মসমিতির বৈঠক হয়ে বিকাশ ভবন পর্যন্ত গেলে জল কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার। 

Next Article