AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: নভেম্বরের শুরুতেই বঙ্গ বিজেপির রাজ্য কমিটির নাম? সঙ্গে বড়সড় রদবদল?

BJP in Bengal: এরইমধ্যে রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব নেন ভূপেন্দ্র যাদব। দায়িত্ব নেওয়ার পর একাধিকবার কেশব ভবনেও গিয়েছিলেন। সূত্রের খবর, সেখানেই দ্রুত কমিটি তৈরি করা নিয়ে পর্যালোচনা হয়। এ নিয়ে সংঘের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথাও বলেছিলেন ভূপেন্দ্র।

BJP: নভেম্বরের শুরুতেই বঙ্গ বিজেপির রাজ্য কমিটির নাম? সঙ্গে বড়সড় রদবদল?
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Oct 29, 2025 | 12:37 PM
Share

কলকাতা: ভোটের দামামা বেজে গিয়েছে। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। এবার শেষ পর্যন্ত কি বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হবে? বিজেপির অন্দরে কান পাতলেই  সেই সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে। সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা হতে চলেছে বঙ্গ বিজেপির রাজ্য কমিটির নাম। সঙ্গে হতে চলেছে একাধিক রদবদল। রাজ্য সাধারণ সম্পাদক-সহ বিভিন্ন পদাধিকারী বদল হতে চলছে।

সূত্রের খবর, বর্তমান রাজ্য সাধারণ সম্পাদকের মধ্যে তিনজনের দায়িত্ব বদল হতে পারে। মহিলা মোর্চা, যুব মোর্চায় বড়সড় বদল আসতে চলছে। এদিকে শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেন ৩ জুলাই। তারপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। প্রায় চার মাস কাটতে গেলেও কমিটি গঠনের দেরি নিয়ে নানা স্তরে চর্চা চলছে, উঠেছে প্রশ্ন। 

এদিকে সাম্প্রতিককালে দলের মধ্যে নতুন-পুরনো ভারসাম্য বজায় রাখা নিয়েও বিস্তর চাপানউতোর চলেছে। পাশাপাশি উপরতলা থেকে নিচতলা পর্যন্ত গোষ্ঠী দ্বন্দ্ব সামাল দেওয়াস সংগঠন না ভোটে দাঁড়ানো, সব কিছুর বাছাই করতেও সময় গিয়েছিল। এরইমধ্যে আবার রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব নেন ভূপেন্দ্র যাদব। দায়িত্ব নেওয়ার পর একাধিকবার কেশব ভবনেও গিয়েছিলেন। সূত্রের খবর, সেখানেই দ্রুত কমিটি তৈরি করা নিয়ে পর্যালোচনা হয়। এ নিয়ে সংঘের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথাও বলেছিলেন ভূপেন্দ্র। সূত্রের খবর, তাঁর কাছে দ্রুত কমিটি তৈরি করা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার সুস্পষ্ট নির্দেশ এসে গিয়েছিল। তার সঙ্গে তাল মিলিয়েই অবশেষে কমিটি গঠনের পথে হাঁটা হচ্ছে কিনা তা নিয়েই এখন চর্চা পুরোদমে।