
‘বিয়ের এতদিন পরেও মা হতে পারল না শালি! আঁটকুড়ো নাকি কে জানে! জানি না আর এজম্মে নাতি-নাতনির মুখ দেখব কি না!’ বিয়েবাড়িতে সকলের সামনে শাশুড়ির কাছে এভাবেই ঠোনা শুনতে হল সোমাকে। আর শুনবে না-ই বা কেন! বিয়ের পর ৫ বছর কেটে গিয়েছে। এখনও শাশুড়িকে নাতি-নাতনি উপহার দিতে পারেনি। একে মফস্বলে শ্বশুরবাড়ি, তার উপর পুরানো দিনের মানসিকতা শাশুড়ির। কথা তো শুনতে হবেই! মা হতে না পারার যন্ত্রণায় সোমাও যেন দিন-দিন কেমন হয়ে যাচ্ছে। সেও কম চেষ্টা তো করছে না! ডাক্তার দেখানো থেকে শাশুড়ির বিশ্বাস মেনে ঠাকুরবাড়ি পর্যন্ত গিয়েছে। কিন্তু, সুরাহা কিছুই হয়নি। তাই ভরা বিয়েবাড়িতে শ্বাশুড়ির এরকম ঠোনা শোনার পর কেবলই মাথা নীচু করে খানিক দূরে চলে গেল সোমা। তবে তার বাঁধ ভাঙল দু-দিন পরে, স্বামীর কাছে বিছানায়। ...