কলকাতা: ফের মা উড়ালপুলে দুর্ঘটনা। দ্রুত গতিতে যাচ্ছিল স্পোর্টস বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে ডিভাইডারে। পিছনে বসে থাকা যুবক উড়ালপুলের উপর থেকে ছিটকে পড়েন রাস্তায়। মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।
জানা যাচ্ছে, বুধবার সকাল ৮টা ৪০ নাগাদ মা উড়ালপুলের বাইপাসগামী অংশে প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রের খবর,পার্ক সার্কাসের দিক থেকে স্পোর্টস বাইকটি আসছিল। বাইকে চালক ছাড়াও ছিলেন একজন। দ্রুত গতিতে বাইকটি এসে উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মারে। ঠিক যে অংশে উড়ালপুল দু’দিকে ভাগ হচ্ছে সেই সংযোগস্থলে ধাক্কা মারার জেরে মোটরবাইকের পিছনে বসে থাকা যুবক পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রের খবর, পার্ক সার্কাসের দিক থেকে এসে উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মারে বেপরোয়া মোটরবাইকটি। ঠিক যে অংশে উড়ালপুল দু’দিকে ভাগ হচ্ছে সেই সংযোগস্থলে ধাক্কা মারার জেরে মোটরবাইকের সিটের পিছনে বসে থাকা যুবক উড়ালপুলের উচ্চতা থেকে রাস্তায় ছিটকে পড়েন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। জখম হয়েছেন বাইক চালকও। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কেশব ঝা। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা বলেন, “আমি প্রথমে ভেবেছিলাম বাইক দুর্ঘটনা ঘটেছে। তারপর শুনেছি উড়ালপুলের উপর থেকে পাল্টি খেয়ে নিচে পড়েছে। দেখলাম নাক-কান দিয়ে রক্ত পড়েছে। মাথায় হেলমেট ছিল। তবে সেটাও খুলে গিয়েছে। এরপর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।”