AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreelekha Mitra: নিরাপত্তা চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী শ্রীলেখা মিত্র

Sreelekha Mitra at Calcutta High Court: সম্প্রতি সরকার বিরোধী এবং শাসক দল বিরোধী বেশ কিছু মন্তব্য ও কাজের জন্য তাঁকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী। এর মধ্যেই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী।

Sreelekha Mitra: নিরাপত্তা চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী শ্রীলেখা মিত্র
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শ্রীলেখা মিত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 03, 2025 | 11:51 AM
Share

কলকাতা:   নিরাপত্তা চেয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। তাঁর দাবি, তাঁকে সামাজিকভাবে বয়কট করা হয়ছে। তাঁর বাড়ির সামনের অংশ পোস্টার ব্যানারে ঘিরে ফেলা হয়েছে। সামাজিকভাবে বয়কট করে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের। মামলা দায়ের হলে আগামী সপ্তাহে শুনানের সম্ভাবনা।

সম্প্রতি সরকার বিরোধী এবং শাসক দল বিরোধী বেশ কিছু মন্তব্য ও কাজের জন্য তাঁকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী। এর মধ্যেই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, তিলোত্তমা বিচারের দাবিতে গত ৯ অগস্ট পথে নেমেছিলেন অভিনেত্রী। এক বছর পরও কেন বিচার পেলেনা না তিলোত্তমার বাবা-মা, সে প্রশ্ন তুলেছিলেন। এক্ষেত্রে কেবল রাজ্যের শাসকনেত্রীকেই নয়, কেন্দ্র সরকারকেও এক যোগে বিঁধেছিলেন নেত্রী। প্রশ্ন তুলেছিলেন সিবিআই-এর ভূমিকা নিয়ে।  শ্রীলেখা বলেছিলেন, “বিজেপিকে জিজ্ঞেস করুন, যে সিবিআই কী করছে? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন, সিবিআই কী করছে? তাঁর তো জানার কথা।” অভিযোগ, তারপর থেকেই বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন শ্রীলেখা। তাঁকে বয়কটের ডাক দিয়ে ব্যানার পড়ছে। বেহালার সোদপুরে অভিনেত্রীর বাড়ির সামনে পড়ে ব্যানার। সমাজ মাধ্য়মেও তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। আগেই  হরিদেবপুর থানায় ইমেলে অভিযোগ জানিয়েছেন শ্রীলেখা। কিন্তু তারপরও বদলায়নি পরিস্থিতি। তাঁর বাড়ির সামনে ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীলেখা। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী।