AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Protest: SSC ভবন অভিযানে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা, ফোনের কথোপকথনের রেকর্ড ফাঁস করে দাবি পুলিশের

SSC Protest: বিধাননগর পুলিশ কমিশনারেট সেই অডিয়ো  সামনে এনেছে। অডিয়ো ক্লিপে, পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমা মারার কথা বলা হয়েছে। পুলিশের দাবি, হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের।

SSC Protest: SSC ভবন অভিযানে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা, ফোনের কথোপকথনের রেকর্ড ফাঁস করে দাবি পুলিশের
বাঁ দিকে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 17, 2025 | 6:37 PM
Share

কলকাতা: চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান নিয়ে এবার বিস্ফোরক দাবি পুলিশের। পুলিশের দাবি, ১৮ অগস্ট হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আন্দোলনকারীদের। দুই চাকরিহারা শিক্ষকের ফোনে কথোপকথনের অডিয়ো হাতে এসেছে পুলিশের। বিধাননগর পুলিশ কমিশনারেট সেই অডিয়ো  সামনে এনেছে। অডিয়ো ক্লিপে, পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমা মারার কথা বলা হয়েছে। পুলিশের দাবি, হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের।

পুলিশকর্তা সাংবাদিক বৈঠক করে বলেন, “গোপন সূত্রে একটি খবর আসে আমাদের কাছে। একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দু’জনের মধ্যে একটি কথোপকথন রয়েছে। এই দুজনেই অধিকার মঞ্চের সদস্য। তাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি। হিংসাত্মত গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। এই কথোপকথনের রেকর্ড সিজ করেছি।”

যদিও চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাসের বক্তব্য, “এ কন্ঠ আমার নয়। পুলিশের অভিযোগ মিথ্যা।” তিনি বলেন, “অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আমরা বিধাননগর ইস্ট ও বিধাননগর নর্থ থানা ও বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানাই, আগামিকাল ১৮ অগস্ট, ২০২৫ সোমবার বেলা ১২টার সময়ে করুণাময়ী মোড় থেকে মিছিল করে আচার্য সদন এসএসসি অফিসে অভিযান করব। বিকাল ৩টের সময়ে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছি।” তাঁর বক্তব্য, “আজকে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে, যে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়, এই ধরনের কোনও বক্তব্যের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।”