SSC Protest: দেড় ঘণ্টা পুলিশের জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে চাকরিহারা সুমন যা বললেন…
SSC Protest: থানা থেকে বেরিয়ে TV9 বাংলাকে সুমন বলেন, "১ সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে। চিঠি করেছিলাম। সেই প্রসঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা প্রথমে না বলছিলেন, পরে সবটা তথ্য তুলে ধরি। ২১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর ফর্ম ফিলাপ।

কলকাতা: চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাসকে তলব পুলিশের। সোমবার বিধাননগর পূর্ব থানায় ডেকে পাঠানো হয় সুমন বিশ্বাসকে। তলব পেয়ে হাজিরাও দেন তিনি। প্রায় দেড় ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে খবর। থানায় হাজিরা দিয়ে বেরিয়ে আসার পরও নিজের আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষক। আগামী দিনে একই ইস্যুতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি জানান, সেই অভিযান নিয়েই তাঁকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়।
থানা থেকে বেরিয়ে TV9 বাংলাকে সুমন বলেন, “১ সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে। চিঠি করেছিলাম। সেই প্রসঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা প্রথমে না বলছিলেন, পরে সবটা তথ্য তুলে ধরি। ২১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর ফর্ম ফিলাপ। তার সাত দিনের মধ্যে পরীক্ষা। সেটা কীভাবে সম্ভব? সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, আমরা ফ্রেস সিলেকশনে অংশগ্রহণ করব, কিন্তু তার জন্য তো সময় দিতে হবে। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যদি আমাদের সঙ্গে আলোচনায় বসেন, বিষয়টা মিটে যেতে পারে।”
গত ১৮ অগাস্টে তাঁর ওপর হওয়া পুলিশি নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। এসএসসি অভিযানে তারও প্রতিবাদ জারি থাকবে বলে জানিয়েছেন। উল্লেখ্য, ওই দিন ভোরবেলা চাকরিহারা সুমনের বাড়িতে হানা দেন পুলিশ। একটি অডিয়ো ক্লিপের সূত্র ধরে তাঁকে গ্রেফতারের উদ্দেশে যায় পুলিশ। পরে তাঁকে সপ্তগ্রাম স্টেশন থেকে গ্রেফতার করা হয়।
চাকরিহারাদের প্রথমে এসএসসি ভবন অভিযানের দিন ১৮ অগাস্ট ধার্য করা হয়েছিল। তার আগের সন্ধ্যাতেই বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেন। তাতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। পুলিশের দাবি, একজনের কন্ঠ সুমনের। এসএসসি অভিযানে গণ্ডগোল হতে পারে, আগুন ধরানো হতে পারে- এসব কথা শোনা যায়। পুলিশকে বোমা মারার কথা বলতে শোনা যায় ওই অডিয়োতে। তাতেই এসএসসি ভবন অভিযানের আগেই সুমনকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে সেদিন এসএসসি ভবন অভিযান স্থগিত করা হয়।

