SSC Tainted List: ‘এদের থেকে কারা টাকা নিলেন, আমাদের নাম বলুক…’, ‘দাগি’দের তালিকা দেখতেই ক্ষেপে গেলেন সুকান্ত
SSC Tainted List: এসএসসি প্রকাশিত চিহ্নিত অযোগ্যদের তালিকায় রয়েছে মোট ১ হাজার ৮০৪ জনের নাম। পাবলিক ডোমেইনেই রয়েছে এই তালিকা। তবে সেই চিহ্নিত অযোগ্যরা কোন স্কুলে, তাদের ঠিকানা কোনও কিছুই ওই তালিকায় তুলে ধরেনি এসএসসি। নেই নবম, দশম, একাদশ ও দ্বাদশের বিভাজনও।

কলকাতা: অলিখিত ‘ডেডলাইন’ ছিল সাতটা অবধি। তবে তা ভেঙে ৮টায় অবশেষে প্রকাশ হল ‘দাগি অযোগ্য়দের’ তালিকা। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সাতদিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। তবে আদালতে দাঁড়িয়েই এসএসসির আইনজীবী কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন, শনিবারই সেই তালিকা প্রকাশের চেষ্টা করা হবে। তেমনটাই হয়েছে।
এসএসসি প্রকাশিত চিহ্নিত অযোগ্যদের তালিকায় রয়েছে মোট ১ হাজার ৮০৪ জনের নাম। পাবলিক ডোমেইনেই রয়েছে এই তালিকা। তবে সেই চিহ্নিত অযোগ্যরা কোন স্কুলে, তাদের ঠিকানা কোনও কিছুই ওই তালিকায় তুলে ধরেনি এসএসসি। নেই নবম, দশম, একাদশ ও দ্বাদশের বিভাজনও।
তবে চাল ও কাঁকড় আলাদা করা গেলেও ‘শাস্তি’ নির্দোষরাই পাচ্ছেন বলে দাবি করেন চাকরিহারা আন্দোলনকারী মেহবুব মণ্ডল। এদিন তিনি বলেন, “এখন তো সব পরিষ্কার। কারা চাল, কারা কাঁকড়, সবই প্রকাশ্য়ে। কিন্তু তারপরেও শাস্তি আমরা পাচ্ছি। যারা চাকরি চুরি করেছে, তাদের সঙ্গে আমাদেরকে একই বাটখারায় মাপা হয়েছে। আমরা বিচার পাইনি। অপরাধী চিহ্নিত হওয়ার পরেও কীভাবে নির্দোষরা সাজা পাচ্ছেন?”
তালিকাই এখন ত্রাস। হাজার টালবাহানা পেরিয়ে তা প্রকাশ হতেই সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি তোলেন ঘুষ নেওয়াদের নামের তালিকা প্রকাশের। তাঁর কথায়, “যারা টাকা দিয়েছে তারা অপরাধী, আর যার ঘুষ নিয়েছে তারা কি সাধু? তাদের নামের তালিকা কোথায়? আমি এই চিহ্নিত অযোগ্যদের অনুরোধ করব, কোন নেতাদের তারা টাকা দিয়েছেন, তাদের নামের তালিকা আমাদের দিন। আমরা তাদের ছবি এলাকায় এলাকায় সাঁটাবো। এদেরকেও গ্রেফতার করতে হবে।”
তবে এই তালিকায় যাদের নাম রয়েছে, তাদের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টই নির্ধারণ করবে বলে দাবি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। তাঁর কথায়, “এই মামলা এখনও শীর্ষ আদালতে রয়েছে। এসএসসি সেই ভিত্তিতেই তালিকা প্রকাশ করবে। তাই অযোগ্যদের এরপর কী সাজা হবে তা সুপ্রিম কোর্টই নির্ধারণ করবে।”
অন্যদিকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দাবি, ‘দাগি’ শুধু শিক্ষক নয়। গোটা সরকারটাই। তারাই এই ‘টেনটেড এলিমেন্টস’ তৈরি করেছে। তাঁর কথায়, “এই সরকার দাগি বলেই তাদের প্রশ্রয়ে এত দাগি শিক্ষক তৈরি হয়েছে। উপর থেকে পড়েছে সুপ্রিম-চাপ। তৃণমূল আর এসএসসি বলেছে বাপবাপ। আর এটা গোটাটাই হিমশৈলের চূড়া মাত্র।”
