SSC Recruitment Case: এসএসসি-র মামলায় চার্জশিটে মেলেনি সরকারি অনুমতি, আইনি জটিলতায় CBI

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 01, 2022 | 2:48 PM

SSC Recruitment Case: সেক্ষেত্রে আদালত এই চার্জশিট গ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও সিবিআই-এর দাবি ২ সপ্তাহ আগে সরকারের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

SSC Recruitment Case: এসএসসি-র মামলায় চার্জশিটে মেলেনি সরকারি অনুমতি, আইনি জটিলতায় CBI
এসএসসি-র চার্জশিট নিয়ে জটিলতা

Follow Us

কলকাতা: এসএসসি গ্রুপ সি মামলার চার্জশিট জমা দেওয়া নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। সূত্রের খবর, এই চার্জশিটে নাম থাকা ১৬ জনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়-সহ ৬ জনের নাম রয়েছে। যাঁরা বিভিন্ন সরকারি পদে ছিলেন। ১৯ নম্বর দুর্নীতিদমন আইন অনুযায়ী, সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরিদ্ধে কোনও মামলায় চার্জশিট জমা দিতে হলে সরকারের অনুমতি প্রয়োজন। এক্ষেত্রে অনুমতি ছাড়াই চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সেক্ষেত্রে আদালত এই চার্জশিট গ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও সিবিআই-এর দাবি ২ সপ্তাহ আগে সরকারের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু আসেনি অনুমতি।

চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি’র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারের।

নিয়ম অনুসারে, সরকারি পদে থাকা কারোর বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার আগেই অনুমতি চেয়েছিল সিবিআই। রাজ্য সরকার এখনও পর্যন্ত সেই অনুমতি দেয়নি বলে সিবিআই সূত্রে খবর।

এসএসসি-র গ্রুপ সি মামলায় তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট পেশ করেছে সিবিআই। আগের ইডির তরফে চার্জশিট পেশ করা হয়। ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৩৪ নম্বর ধারায় সংগঠিত অপরাধ, ৪১৭ নম্বর ধারায় প্রতারণা, ৪৬৫ এবং ৪৬৮ নম্বর ধারায় জালিয়াতির অভিযোগ করা হয়েছে।

Next Article