AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC: আবেদন প্রক্রিয়া শুরুর দিনই ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ

Tainted non teaching staff list: শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। আগামিকাল (৩ নভেম্বর) থেকে শিক্ষাকর্মী পদে আবেদন গ্রহণ শুরু করতে চলেছে এসএসসি। আবেদন প্রক্রিয়া চলবে ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এসএসসি-র বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ সি-তে শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি আর আর গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮টি। এই শূন্যপদেই নিয়োগ হবে।

SSC: আবেদন প্রক্রিয়া শুরুর দিনই 'অযোগ্য' শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ
ফাইল ফোটোImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 02, 2025 | 8:59 PM
Share

কলকাতা: ‘অযোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীরা নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন(SSC)। আগামিকাল (সোমবার) ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। আর আগামিকাল থেকেই শিক্ষাকর্মীদের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে।

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। নতুন করে নিয়োগ প্রক্রিয়ারও নির্দেশ দেয়। একইসঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয়, ‘অযোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। তাই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। অযোগ্য হিসেবে চিহ্নিত কোনও চাকরিহারা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করলেও তা বাতিল হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই অযোগ্যদের আবেদন বাতিল করা হয় বলে এসএসসি জানায়।

এবার শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। আগামিকাল (৩ নভেম্বর) থেকে শিক্ষাকর্মী পদে আবেদন গ্রহণ শুরু করতে চলেছে এসএসসি। আবেদন প্রক্রিয়া চলবে ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এসএসসির বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ সি-তে শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি আর আর গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮টি। এই শূন্যপদেই নিয়োগ হবে। কিন্তু, নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনও ‘অযোগ্য’ আবেদন করতে না পারেন, সেজন্য এবার তালিকা প্রকাশ করছে এসএসসি। আগামিকালই সেই তালিকা প্রকাশ করা হবে। ‘অযোগ্য’ তালিকায় কতজনের নাম থাকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল করে। তবে ‘যোগ্য’ শিক্ষকরা ডিসেম্বর পর্যন্ত ক্লাস নিতে পারবেন বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত। শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। তারপরই রাজ্য সরকার চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু, একটি মামলার পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট।