AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSKM Hospital: আজই উড়িয়ে দেওয়া হবে SSKM-রবীন্দ্রভারতী, হুমকি চিঠি পেতেই হাসপাতালে ছুটল বম্ব স্কোয়াড

SSKM Hospital: এ দিকে, হুমকি চিঠির পরই এসএসকেএম কর্তৃপক্ষ দ্বারস্থ হয়েছে কলকাতা পুলিশের। হাসপাতালে পৌঁছে গিয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। তারা হাসপাতালের অ্যাকাডেমিক ভবনে প্রবেশ করেছে। খোঁজার চেষ্টা করছেন আদৌ এই ধরনের কোনও বিস্ফোরক হাসপাতালে রাখা হয়েছে কি না।

SSKM Hospital: আজই উড়িয়ে দেওয়া হবে SSKM-রবীন্দ্রভারতী, হুমকি চিঠি পেতেই হাসপাতালে ছুটল বম্ব স্কোয়াড
হাসপাতালে বম্ব স্কোয়াডImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 18, 2024 | 4:26 PM
Share

সুজয় পাল

কলকাতা: খাস কলকাতায় বোমাতঙ্ক। এসএসকেএম-সহ রাজ্যের একাধিক শিক্ষাঙ্গনে বোমা রাখার হুমকি দিয়ে এল ইমেল। শুধু এই হাসপাতাল নয়, এর পাশাপাশি রাজ্যের আরও একাধিক শিক্ষাঙ্গন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি আরও একটি বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, কলকাতা বিমান বন্দর উড়িয়ে দেওয়ারও হুমকি এসেছে। পুলিশ সূত্রে খবর, ইমেলে জানানো হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে হাসপাতালে বিস্ফোরণ ঘটানো হবে। পাশাপাশি সারা দেশের মোট ৫০টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে এই ইমেলে। ফলে সাত-সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এ দিকে, হুমকি চিঠির পরই এসএসকেএম কর্তৃপক্ষ দ্বারস্থ হয়েছে কলকাতা পুলিশের। হাসপাতালে পৌঁছে গিয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। তারা হাসপাতালের অ্যাকাডেমিক ভবনে প্রবেশ করেছে। খোঁজার চেষ্টা করছেন আদৌ এই ধরনের কোনও বিস্ফোরক হাসপাতালে রাখা হয়েছে কি না। হাসপাতাল চত্বরে যেহেতু বম্ব স্কোয়াড ইতিমধ্যেই এসেছে সেই কারণে বলা স্পষ্ট যা যা যন্ত্র প্রয়োজন বিস্ফোরক নিষ্কৃয় করতে তা সমস্ত কিছুই নিয়ে এসেছে তারা। এর পাশাপাশি ভবানীপুর থানার পুলিশ কর্মীরাও উপস্থিত হয়েছেন হাসপাতালে।

পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই জানার চেষ্টা করছেন, যে ইমেল থেকে হুমকি এসেছে তার আইপি অ্যাডড্রেস। যে অ্যাকাউন্ট থেকে মেল এসেছে সেটিই বা কার। কেনই বা এই হুমকি চিঠি পাঠানো হল? সবটাই খতিয়ে দেখা হচ্ছে।