কলকাতা: ২০ জুন নয়, পয়লা বৈশাখের দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে। সিদ্ধান্ত নিল রাজ্য বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি। প্রতি বছর পয়লা বৈশাখের দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের ক্ষেত্রে মান্যতা দিল কমিটি। সোমবার রাজ্য বিধানসভায় বৈঠকে বসেছিল স্পিকার নিযুক্ত এই কমিটি। কমিটির সঙ্গে বৈঠকে বসেন ইতিহাসবিদ সুগত বসুও। আগামী দিনে এই বিষয়ে বিধানসভায় বিল আনা হবে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল বিগত দিনগুলিতে। রাজ্য-রাজভবনে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছিলেন, ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য।
সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল রাজ্য। শেষ পর্যন্ত স্পিকার নিযুক্ত কমিটি পয়লা বৈশাখের দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার পক্ষে মত দিল। উল্লেখ্য, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের ক্ষেত্রে ঘোর আপত্তি ছিল রাজ্যের। তার অন্যতম একটি কারণ হল, এই দিনটির সঙ্গে বাংলা ভাগের একটি তত্ত্ব জড়িয়ে রয়েছে। ১৯৪৭ সালের এই ২০ জুনই তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় বাংলা ভাগের বিষয়টি স্থির হয়েছিল ভোটাভুটির মাধ্যমে। সেক্ষেত্রে ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলে, বাংলা ভাগের সেই বিষয়টিও মানুষের মনে বার বার ঘুরে ফিরে আসবে বলে মনে করছিলেন অনেকে। অনেকেই মনে করছিলেন, এই দিনটিকে মান্যতা দেওয়া হলে দেশভাগের যে ‘কালা ইতিহাস’ রয়েছে, তাকে গুরুত্ব দেওয়া হতে পারে।
পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে এই বিতর্কের মধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছিল রাজ্য বিধানসভার তরফে। কমিটির পরামর্শদাতা হিসেবে ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসু। এদিন বিধানসভায় বৈঠকে বসে পশ্চিমবঙ্গ দিবস সংক্রান্ত ওই কমিটি। কমিটির প্রস্তাব, পয়লা বৈশাখ দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হোক। ২০ জুনের বিকল্প কোনও দিন যে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উঠে আসবে এই কমিটির সিদ্ধান্তে, তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। শেষ পর্যন্ত পয়লা বৈশাখেই সিলমোহর দিল এই কমিটি। প্রতি বছর পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য আগামী দিনে বিধানসভায় বিল আনা হবে বলেও জানা যাচ্ছে।