রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি রাজ্য বার কাউন্সিলের

Jun 27, 2021 | 11:07 PM

Justice Rajesh Bindal: দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এনভি রমনাকে ৬ পাতার একটি চিঠি দেওয়া হয়েছে।

রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি রাজ্য বার কাউন্সিলের
সুপ্রিম কোর্টের কাছে কড়া ভাষায় ধমক খেল উত্তরপ্রদেশ পুলিশ

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের দাবি উঠল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হল। নারদ মামলায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেই এই চিঠি দিল রাজ্য বার কাউন্সিল।

দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এনভি রমনাকে ৬ পাতার একটি চিঠি দেওয়া হয়েছে। বার কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান অশোককুমার দেব সেই চিঠিতে একাধিক পর্যবেক্ষণ তুলে ধরেছেন। বিচারপতি রাজেশ বিন্দলের পূর্ববর্তী কর্মজীবনেরও উল্লেখ রয়েছে সেখানে। একইসঙ্গে লেখা রয়েছে, নারদ মামলা নিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা সন্তোষজনক নয়।

আরও পড়ুন: বড় খবর! ভরসন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা, বাড়ছে মৃতের সংখ্যা

অশোক দেবের অভিযোগ, নারদ জামিন মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ভূমিকা প্রশ্নাতীত নয়। বিশেষ সিবিআই আদালত ধৃতদের অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছিল। কিন্তু বিচারপতি বিন্দল সেই নির্দেশ খারিজ করে দেন। একইসঙ্গে এই মামলায় মুখ্যমন্ত্রীর হলফনামা গ্রহণে অস্বীকার করার বিষয়টিও উঠে এসেছে চিঠিতে। শুধু নারদ মামলাই নয়, নন্দীগ্রাম-মামলাতেও তাঁর ভূমিকা নিয়ে অসন্তোষ রয়েছে আইনজীবী অশোক দেবের চিঠিতে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিরপেক্ষ নন বলেই অভিযোগ তুলেছেন এ রাজ্যের বার কাউন্সিল চেয়ারম্যান।

Next Article