BJP: রাজ্য নেতৃত্বের নির্দেশিকা না মানার অভিযোগ, দুই কেন্দ্রীয় মন্ত্রীকে সতর্ক করল বিজেপি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 11, 2023 | 11:53 PM

BJP: মনোনয়ন পেশের সময় বিধায়ক ও সাংসদদের দলীয় কর্মীদের সঙ্গে মনোনয়ন কেন্দ্রে যাওয়ারও নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু, মনোনয়নন জমা দেওয়ার প্রথম দু-দিন দুই কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা ও শান্তনু ঠাকুর‌ এই নিয়ম মানেননি বলে অভিযোগ।

BJP: রাজ্য নেতৃত্বের নির্দেশিকা না মানার অভিযোগ, দুই কেন্দ্রীয় মন্ত্রীকে সতর্ক করল বিজেপি
কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও জন বার্লা।

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে যাতে দলীয় কর্মীদের কোনও সমস্যা না হয়, সেদিকে নজর দিতে হবে বিধায়ক, সাংসদদের। এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এমনকি মনোনয়ন পেশের সময় বিধায়ক ও সাংসদদের দলীয় কর্মীদের সঙ্গে মনোনয়ন কেন্দ্রে যাওয়ারও নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু, মনোনয়নন জমা দেওয়ার প্রথম দু-দিন দুই কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা ও শান্তনু ঠাকুর‌ এই নিয়ম মানেননি বলে অভিযোগ। যা নিয়ে ক্ষুব্ধ BJP নেতৃত্ব।

জানা গিয়েছে, পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়ার সময় এলাকার সাংসদ এবং বিধায়কদের দলীয় কর্মীদের সঙ্গে যেতে হবে এবং মনোয়নপত্র জমা দেওয়ার কাজে সবরকম সহযোগিতা করতে হবে বলে রাজ্য বিজেপি নিয়ম করেছে। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক এই নিয়ম মেনে চলেছেন। তাঁরা নিজেদের এলাকায় কর্মীদের সঙ্গে করে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন।‌ কিন্তু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা, শান্তনু ঠাকুর সহ দু-একজন বিধায়কও এই নিয়ম মানছেন না বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্দ দলীয় কর্মীরাই বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। যা নিয়ে ক্ষুব্ধ রাজ্য নেতৃত্ব।

বিজেপি সূত্রে খবর, ‌জন বার্লা, শান্তনু ঠাকুর সহ অভিযুক্ত বিধায়কদের রাজ্য নেতৃত্বের তরফে সতর্ক করা হয়েছে। ১২ জুন, সোমবার থেকে তাঁদের দলীয় কর্মীদের সঙ্গে মনোনয়ন জমা দিতে যাওয়ার ব্যাপারে কড়া বার্তা দেওয়া হয়েছে। এমনকি দলের সমস্ত বিধায়ক এবং সাংসদদের এখন থেকে পঞ্চায়েত ভোট পর্যন্ত ‌নিজেদের এলাকা ছাড়তে বারণ করা হয়েছে।

Next Article