কলকাতা: তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার বাজেট পেশ তৃণমূল সরকারের। অর্থমন্ত্রী অমিত মিত্রের অসুস্থতার কারণে এ বার বাজেট পেশ করছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সপ্তদশ বিধানসভার এটাই প্রথম বাজেট। গতকালই রাজ্যপাল জগদীপ ধনখড়ও নিয়ম মেনে রাজ্য বাজেটে অনুমোদন দিয়েছেন। এই বাজেটে ভোটের আগে রাজ্যের শাসকদলের ঘোষিত সামাজিক প্রকল্পগুলি ঘোষণা করা হবে বলে প্রত্যাশা ছিল।
কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা হল রাজ্য বাজেটে? একনজরে:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট প্রসঙ্গে যা জানালেন:
কী বললেন অমিত মিত্র
রাজ্যের অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি, সাধারণ মানুষের হাতে টাকা দিতে হবে। মানুষের হাতে টাকা গেলে তারা খরচ করবে, তবেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি। কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে সেটা ঠিক নয়। আমাদের সরকার সঠিক নীতি নিয়ে এগোচ্ছে।’ তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘কেন্দ্র কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিল ১০ শতাংশ, কিন্তু তারা বিনিয়োগ করল না। সে ক্ষেত্রে কোনও লাভ হল না।’ অমিত মিত্রের কথায়, ‘এ রাজ্যে আমরা সাধারণ মানুষের হাতে টাকা দিচ্ছি, তারা বাজারে এসে খরচ করছে। খাবারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিনিয়োগ আসছে, কারণ চাহিদা তৈরি হয়েছে।’ অমিত মিত্রের বক্তব্য, ‘ম্যাক্রো ইকনমিক্স পলিসি শেখা উচিৎ কেন্দ্রীয় সরকারের। সামাজিক খাতে বেশি টাকা বরাদ্দ করা রাজ্যের ঐতিহাসিক সিদ্ধান্ত।’