Panchayat Election: ‘শিক্ষকতা মহৎ কাজ, নির্বাচনে লড়ে কী করবেন?’, শিক্ষাবন্ধুদের মামলায় প্রশ্ন হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Jun 14, 2023 | 7:47 PM

Calcutta High Court: বিচারপতি অমৃতা সিনহার মামলাকারীদের উদ্দেশে মৌখিক পর্যবেক্ষণে বলেন, 'শিক্ষকতার মতো মহৎ কাজ আর কী আছে? সেটা করুন। নির্বাচনে লড়ে কী করবেন?'

Panchayat Election: শিক্ষকতা মহৎ কাজ, নির্বাচনে লড়ে কী করবেন?, শিক্ষাবন্ধুদের মামলায় প্রশ্ন হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: প্যারা টিচাররা পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) অংশ নেওয়ার (প্রার্থী হওয়ার) সুযোগ পেয়েছেন। তাহলে শিক্ষাবন্ধুদের কেন সেই সুযোগ দেওয়া হচ্ছে না? সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করা হয়েছিল। আগামিকালই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অথচ শিক্ষাবন্ধু যাঁরা রয়েছেন, তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার (প্রার্থী হওয়ার) সুযোগ দেওয়া হয়নি বলে দাবি। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করা হয়েছিল। বুধবার সেই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) একক বেঞ্চে। সেই মামলায় আজকের মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনকে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মামলায় কমিশনের তরফে আইনজীবী জানান, এই বিষয়ে তাঁদের কোনও আপত্তি নেই। রাজ্য নির্বাচন কমিশন এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করবে বলেও আদালতে মৌখিকভাবে জানিয়েছেন তিনি। অর্থাৎ, শিক্ষাবন্ধুরাও পঞ্চায়েত ভোটে অংশ নেওয়ার সুযোগ পাবেন। যদিও এদিন আদালতে বিচারপতি অমৃতা সিনহার মামলাকারীদের উদ্দেশে মৌখিক পর্যবেক্ষণে বলেন, ‘শিক্ষকতার মতো মহৎ কাজ আর কী আছে? সেটা করুন। নির্বাচনে লড়ে কী করবেন?’

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের তরফে কিছুদিন আগেই সাংবাদিক বৈঠক ডেকে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। এক দফাতেই নির্বাচন হবে। ভোটের জন্য প্রার্থীদের মনোনয়ন জমা পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুক্রবার থেকে চলছে মনোনয়ন। আজ পঞ্চম দিন। আগামিকাল (১৫ জুন) মনোনয়ন জমার শেষ দিন। তার আগে নির্বাচনে অংশ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শিক্ষাবন্ধুরা। রাজ্য নির্বাচন কমিশনের তরফেও আদালতে জানানো হয়েছে, এই বিষয়ে তাদের কোনও আপত্তি নেই এবং এই বিষয়ে কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হবে।

Next Article