Tea Workers Bonus: বনধে বেড়েছে চাপ, চা শ্রমিকদের বোনাস নিয়ে বড় আবেদন সরকারের

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Oct 01, 2024 | 4:13 PM

Tea Workers Bonus: প্রসঙ্গত, আগে একাধিকবার বৈঠক হলেও কোনও নির্দিষ্ট রফা সূত্র বের হয়নি। শ্রমিক সংগঠনগুলির দাবি ছিল ২০ শতাংশ হারে দিতে হবে বোনাস। কিন্তু তা মানতে নারাজ মালিকপক্ষ। তাঁদের দাবি, ৮.৩৩ শতাংশের বেশি বোনাস দিলে তাঁদের বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে।

Tea Workers Bonus: বনধে বেড়েছে চাপ, চা শ্রমিকদের বোনাস নিয়ে বড় আবেদন সরকারের
কী বলছে সরকার?
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: চা শ্রমিকদের ১৬ শতাংশ বোনাস দেওয়ার আবেদন জানাল রাজ্য সরকার। প্রসঙ্গত ২০ শতাংশ বোনাস এর দাবিতে গতকাল‌ই ১২ ঘন্টার পাহাড় বনধ ডেকেছিলো পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রাজ্য সরকারের শ্রম দফতর, চা বাগান মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের ত্রিপাক্ষিক বৈঠকের পর রাজ্য এই আবেদন জানালো মালিক পক্ষের কাছে।  

প্রসঙ্গত, আগে একাধিকবার বৈঠক হলেও কোনও নির্দিষ্ট রফা সূত্র বের হয়নি। শ্রমিক সংগঠনগুলির দাবি ছিল ২০ শতাংশ হারে দিতে হবে বোনাস। কিন্তু তা মানতে নারাজ মালিকপক্ষ। তাঁদের দাবি, ৮.৩৩ শতাংশের বেশি বোনাস দিলে তাঁদের বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে। সে কারণেই এটা মানা সম্ভব নয়। যদিও তারপরও লাগাতার চলেছিল বৈঠক। কিন্তু, কেউ রাজি ছিলেন না জমি ছাড়তে। অবশেষে রাজ্য সরকারের এই আবেদন নিয়ে এখন শুরু হয়েছে জোর চর্চা। পুজোর মুখে মালিকপক্ষ সরকারের এই আবেদনে সাড়া দেয় কিনা এখন সেদিকে নজর সব মহলের। 

প্রসঙ্গত, এই ইস্যুতে জটিলতার মধ্যেই পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় চা শ্রমিকদের আটটি ট্রেড ইউনিয়ন। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বনধ চলে। মালিকপক্ষের উপর বাড়ে চাপ। আগেই প্রায় ৪ দফায় বৈঠকও হয়। কিন্তু, শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবি থেকে সরতে নারাজ ছিলেন শ্রমিক নেতারা। 

Next Article