AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Awas Yojana: আবাস নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের

Awas Yojana: এদিনই গাইডলাইন প্রকাশ করা হয়। যাঁদের তিন-চার চাকার গাড়ি , তিন-চার চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তাঁরা পাবেন না। মাসিক ১৫ হাজারের বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবে না।

Awas Yojana: আবাস নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের
মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 7:58 PM
Share

কলকাতা: কেন্দ্র টাকা বরাদ্দ করেনি। তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে ১ লক্ষ ২০ হাজার এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য ১ লক্ষ ৩০ হাজার বরাদ্দ করল রাজ্য সরকার। বুধবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দফতরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রে খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে।

এদিনই গাইডলাইন প্রকাশ করা হয়। যাঁদের তিন-চার চাকার গাড়ি , তিন-চার চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তাঁরা পাবেন না। মাসিক ১৫ হাজারের বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবে না। পাশাপাশি যাঁদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাঁদের ৫ একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যাঁদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তাঁরা আদৌ বাড়ি পাবেন কি না তা খতিয়ে দেখতেই এই এসওপি। টাকা দেওয়া হবে দু’দফায়। প্রথম দফায় ৬০ হাজার। বাকি দ্বিতীয় দফায়।  

২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। ১৪ নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে। ২১ থেকে ২৭ নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলাশাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে। কারও অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। ১৩ ডিসেম্বরের মধ্যে জেলাস্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে। ২০ ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে।