EX IG Pankaj Dutta: কালিয়াগঞ্জের তদন্তে কেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত? আদালতেই আপত্তি জানাল রাজ্য

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 11, 2023 | 5:53 PM

Kaliaganj Case: এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিটের সদস্যদের নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও।

EX IG Pankaj Dutta: কালিয়াগঞ্জের তদন্তে কেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত? আদালতেই আপত্তি জানাল রাজ্য
কলকাতা হাইকোর্টে ছিল কালিয়াগঞ্জ মামলার শুনানি

Follow Us

কলকাতা: কালিয়াগঞ্জ-কাণ্ডে তদন্ত করার জন্য সিট গঠন করে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আর সেই বিশেষ তদন্তকারী দলের সদস্য তথা প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে নিয়ে আদালতেই আপত্তি জানাল রাজ্য। বৃহস্পতিবার শুনানি চলাকালীন সিট ঘোষণা করেন বিচারপতি। সিটের সদস্য হিসেবে জানানো হয় তিনজনের নাম- রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস। পঙ্কজ দত্তের নাম শুনেই এদিন আপত্তি জানায় রাজ্য। তাঁর পরিবর্তে অন্য কোনও অফিসারকে দেওয়া হোক, এমনই আর্জি জানানো হয় রাজ্যের তরফে। যদিও সেই আর্জি মান্যতা পায়নি। ওই তিনজনকেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, তদন্তের সবরকম ক্ষমতাও দেওয়া হয়েছে তাঁদের।

পঙ্কজ দত্তকে বিভিন্ন সময় রাজ্য সরকারের সমালোচনায় মুখ খুলতে দেখা গিয়েছে। প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের নিরাপত্তা কেন তুলে নেওয়া হল, সম্প্রতি তা নিয়ে মামলাও হয়েছে হাইকোর্টে। আর সেই অফিসারের নাম নিয়েই সরাসরি আপত্তি রাজ্যের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিটের সদস্যদের নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেন, ‘সিটের সদস্য হিসেবে প্রত্যেকেই যোগ্য। তবে সংবাদমাধ্যমে মুখ দেখানোটা আর রাজ্যের বিরুদ্ধে বিষোদগার করাটা যদি মাপকাঠি হয়, তাহলে মুস্কিল।’ তিনি আরও বলেন, ‘রাজ্যে অবসরপ্রাপ্ত আইপিএস কি কম পড়েছিল? বহু দক্ষ আইপিএস আছেন। কোর্ট যাঁকে ইচ্ছা তাঁকে বসিয়ে দেবে, এটা হয় না।’

অন্যদিকে, প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সিটের ব্যাপারে এখনও কোনও অফিশিয়াল বার্তা পাইনি। সংবাদমাধ্যম থেকে শুনেছি। কোনও নির্দেশ না পাওয়া পর্যন্ত মামলার স্বার্থে আমি মুখ খুলব না।’

উল্লেখ্য, এক কিশোরীর দেহ উদ্ধারের পর কার্যত আগুন জ্বলে কালিয়াগঞ্জে।  বিক্ষোভের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় কালিয়াগঞ্জ। সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা হয়েছিল। দ্বিতীয় ময়নাতদন্তের দাবিও জানানো হয়েছিল। সেই মামলাতেই এই সিট গঠন করেছে আদালত।

Next Article