Drunk and Drive: বাইশে মদ খেয়ে গাড়ি চালানোর পরিসংখ্যান ঘুম ছুটিয়েছে কলকাতা পুলিশকে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 06, 2023 | 3:09 PM

Road Safety: পরিসংখ্যান বলছে, কেবলমাত্র ২০২২ সালেই কলকাতা শহরে মদ্যপান করে গাড়ি চালানোর ঘটনা ঘটেছে ২৬ হাজার ৪১৪টি। এর মধ্যে বেশ কিছু প্রাণাঘাতী ঘটনাও রয়েছে।

Drunk and Drive: বাইশে মদ খেয়ে গাড়ি চালানোর পরিসংখ্যান ঘুম ছুটিয়েছে কলকাতা পুলিশকে
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: কলকাতা শহরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (Drunk and Drive) বন্ধ করতে আরও সক্রিয় পুলিশ (Kolkata Police)। পুলিশের নজরদারি তো চলছেই, তার সঙ্গে শহরের বিভিন্ন পানশালাগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে লালবাজার থেকে। কলকাতার বিভিন্ন পানশালাগুলিতে এবার থেকে ‘ব্রেথ অ্যানালাইজার’ রাখার নির্দেশ দেওয়া গয়েছে পুলিশের তরফে। সেই খবর আগেই প্রকাশ করেছে টিভি নাইন বাংলা। মদ্যপ অবস্থায় যাতে কেউ চার চাকার গাড়ি বা বাইক না চালান, তা নিশ্চিত করতেই পুলিশের এই পদক্ষেপ। কিন্তু জানেন কি প্রতি বছর কত মানুষ দুর্ঘটনার শিকার হন এভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে?

লালবাজারে সূত্রে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তার দিকে একবার নজর দেওয়া যাক। পরিসংখ্যান বলছে, কেবলমাত্র ২০২২ সালেই কলকাতা শহরে মদ্যপান করে গাড়ি চালানোর ঘটনা ঘটেছে ২৬ হাজার ৪১৪টি। এর মধ্যে বেশ কিছু প্রাণাঘাতী ঘটনাও রয়েছে। মদ্যপান করে গাড়ি চালানোর কারণে গত বছর চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো শুধুমাত্র যিনি গাড়ির ভিতরে রয়েছেন, তাঁর জন্যই নয়, পথচারীদের জন্যও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

এক নজরে দেখে নিন ২০২২ সালের পরিসংখ্যান

প্রসঙ্গত, মদ্যপান করে গাড়ি চালানো বন্ধ করতে প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। জরিমানার অঙ্কও বাড়ানো হয়েছে। উৎসবের মরশুমে, যখন কলকাতার বিভিন্ন পানশালাগুলিতে সুরাপ্রেমীদের ভিড় উপচে পড়ে, তখন পুলিশের তরফে নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তারপরও গতবছরের পরিসংখ্যান বলছে, ২৬ হাজারেরও বেশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় মদ্যপান করে গাড়ি চালানো বন্ধ করার জন্য বিভিন্ন প্রচার কর্মসূচিও চালানো হয়। কিন্তু এত কিছুর পরেও গতবছরে চারজনের প্রাণ কেড়ে নিয়েছে মদ্যপ অবস্থায় নেশার ঘোরে গাড়ি চালানোর ফলে। আগামী দিনে যাতে এমন ঘটনা আরও কমানো যায়, তা নিশ্চিত করতে এবার পানাশালাগুলির উপরেও কিছুটা দায়িত্ব দিচ্ছে কলকাতা পুলিশ। এখন দেখার পুলিশের এই নয়া নির্দেশিকা বাস্তবায়িত হলে, কতটা সুফল মেলে।

Next Article