STF: হানি ট্র্যাপে আমলাদের থেকে তথ্য হাতিয়ে পাকিস্তানে পাচার, ভক্তবংশীকে গ্রেফতার কলকাতা থেকে

Supriyo Guha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 26, 2023 | 12:43 PM

STF: তদন্তকারীদের দাবি, ভক্ত বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য, নথি, ছবি পাক গুপ্তদেরকে কাছে পাঠিয়েছিলেন। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়।

STF: হানি ট্র্যাপে আমলাদের থেকে তথ্য হাতিয়ে পাকিস্তানে পাচার, ভক্তবংশীকে গ্রেফতার কলকাতা থেকে
গ্রেফতার করেছে এসটিএফ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পাক গুপ্তচরকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। জানা গিয়েছে, ধৃতের নাম ভক্ত বংশী ঝা। ভক্ত আদতে বিহারের দাড়ভাঙার বাসিন্দা। তাঁকে শুক্রবার কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের মোবাইলেও দেশ সম্পর্কিত গোপন ছবি ও ভিডিয়ো মিলেছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য় সংক্রান্ত নথিও মিলেছে বলে খবর।

তদন্তকারীদের দাবি, ভক্ত বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য, নথি, ছবি পাক গুপ্তদেরকে কাছে পাঠিয়েছিলেন। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়। শেষ তিন মাস ভক্ত কলকাতাতেই থাকছিলেন। তার আগে দিল্লিতে একটি কুরিয়র সংস্থায় কর্মরত ছিলেন। কলকাতায় বিভিন্ন সময়ে ছোট কাজ করতেন।

সেনা বাহিনীর ইন্টেলিজ্যান্স দফতরের তরফ থেকে কলকাতা এসটিএফকে খবর দেওয়া হয়। ভক্তের ব্যাপারে সমস্ত তথ্য় দেওয়া হয়। কলকাতা পুলিশের এসটিএফ বিভিন্ন জায়গায় গত কয়েক মাস ধরে খোঁজ চালাচ্ছিল। অবশেষে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

ভক্তের মোবাইল থেকে বেশ কিছু চাঞ্চল্য তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, বিভিন্ন সময়ে পাক গুপ্তচরকে দেশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য, ছবি তাঁদের পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হানি ট্র্যাপের মাধ্যমে দেশের উচ্চ পদস্থ কর্তা কিংবা সেনাবাহিনীর জওয়ানদের ফাঁসানো হত। সেখান থেকেই তথ্য হাতিয়ে পাক গুপ্তচরকে পাঠানো হত। ভক্ত সেই কাজেই যুক্ত ছিল।

ইতিমধ্যেই কেন্দ্রীয় পুলিশ বাহিনীর তরফে সেনা জওয়ান ও দেশের উচ্চ পদস্থ কর্তাদের সতর্ক করা হয়। মূলত সামাজিক মাধ্যমেই পাতা হত হানি ট্রাপের ফাঁদ। সেখানে দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিক কিংবা সেনার জওয়ানদের ফাঁসানো হত। গোপনীয় তথ্য ফাঁস হওয়া থেকে রক্ষা পেতে সোশ্যাল মিডিয়ায় এই কার্যকলাপ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে বহু আধিকারিকরাই নিজেদের ইউনিফর্মে ছবি বা ভিডিয়ো আপলোড করছেন। স্পর্শকাতর স্থান, যেমন সেনা ছাউনি বা অন্য কোনও ক্যাম্প থেকে এইসব ছবি-ভিডিয়ো আপলোড হওয়ায় অনেক গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। ভক্তের মতো ব্যক্তিরা ঠিক এই কাজটাই করত।

Next Article