RBU Distance Education: ‘ক্লাস হয় জুমে, পরীক্ষা হয় রুমে’, অনলাইনে পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতীর সামনে ছাত্র বিক্ষোভ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

May 07, 2022 | 5:41 PM

Student Protest: পড়ুয়াদের অভিযোগ, এখনও ঠিকমতো সিলেবাসই শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। হাতে গোনা কয়েকদিন অনলাইনে ক্লাস হয়েছে।

RBU Distance Education: ক্লাস হয় জুমে, পরীক্ষা হয় রুমে, অনলাইনে পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতীর সামনে ছাত্র বিক্ষোভ
ছাত্র বিক্ষোভ রবীন্দ্রভারতীতে। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: ক্লাস হয়েছে অনলাইনে। অথচ পরীক্ষা নেওয়া হচ্ছে অফলাইনে। এই নোটিস মানতে নারাজ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির দূরশিক্ষা বা ডিসট্যান্স এডুকেশনের পড়ুয়ারা। তাঁদের দাবি, পরীক্ষাও অনলাইনেই হোক। শনিবার সকাল থেকে এই দাবিতে সল্টলেকে রবীন্দ্রভারতীর দূরশিক্ষার যে ক্যাম্পাস রয়েছে, সেখানে বিক্ষোভ দেখান ছাত্র ছাত্রীরা। পড়ুয়াদের অভিযোগ, এখনও ঠিকমতো সিলেবাসই শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। হাতে গোনা কয়েকদিন অনলাইনে ক্লাস হয়েছে। অথচ এখন বলছে ১৫ মে থেকে পরীক্ষা নেওয়া হবে।

তারই প্রতিবাদে এদিন প্ল্যাকার্ড হাতে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান ছাত্র ছাত্রীরা। স্লোগান তোলেন, ‘ক্লাস হয় জুমে, পরীক্ষা হয় রুমে, এই দাবি মানছি না, মানব না।’ বাংলা নিয়ে পড়ছেন ঈশিতা বর্মন। বিক্ষোভে শামিল হয়েছেন তিনিও। তাঁর বক্তব্য, “আমাদের অনলাইনে ক্লাস করিয়েছিল। স্টাডি মেটেরিয়াল কিছুই দেয়নি। অথচ এখন বলছে পরীক্ষা দিতে হবে অফলাইনে। সিলেবাস পর্যন্ত শেষ হয়নি। এভাবে পরীক্ষা নেওয়া যায় নাকি? আমরা বারবার বলেছি অনলাইনেই পরীক্ষা নেওয়া হোক। কিন্তু কর্তৃপক্ষ তা মানছে না।”

ঈশিতার দাবি, “আমাদের প্রত্যেক পড়ুয়ার দাবি অনলাইন পরীক্ষা নিতে হবে। এভাবে হতে পারে না। আমাদের আবার একদিনে দু’টো করে পরীক্ষা ফেলেছে। তিনদিন অফলাইন ক্লাস করিয়ে এভাবে পরীক্ষা নিচ্ছে কীভাবে? ইউজিসির আওতায় এই রবীন্দ্রভারতী ডিসট্যান্স এডুকেশন পড়ে। ইউজিসি অনলাইন পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে। অথচ রবীন্দ্রভারতী সেই দাবি মানছে না। আমাদের দাবি মানা না হলে আমরা কেউ পরীক্ষা দেব না। এখানে অবস্থানে বসব।” যদিও এ বিষয়ে কর্তৃপক্ষের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

কোভিড পরবর্তীকালে অনলাইন না অফলাইন মোডে পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রতিষ্ঠানে ছাত্র বিক্ষোভের অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রেই পড়ুয়াদের দাবি, ক্লাস যখন অনলাইনে হয়েছে, তা হলে পরীক্ষাও অনলাইনেই হওয়া বাঞ্ছনীয়।

Next Article