কলকাতা : তৃতীয়বারের জন্য বাংলার তখতে বসার পর থেকেই কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু করেছেন একাধিক প্রকল্প। নির্বাচনী প্রতিশ্রুতি মতো চালু করেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। সরকারি হিসেবে জুনের শেষ থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রকল্প। কিন্তু শুধুমাত্র কিছু সমবায় ব্যাঙ্ক থেকেই এতদিন পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ পাওয়া যাচ্ছিল। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে ঋণের সুবিধা পাওয়া যাচ্ছিল না। এবার সেই সমস্যার সমাধান হল। এখন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় ঋণ পাবেন পড়ুয়ারা। বুধবার রাজ্য সরকারের সঙ্গে এই সংক্রান্ত মউ চুক্তি স্বাক্ষর করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। গতকাল থেকেই ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পর এবার বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিও রাজ্যের সঙ্গে মউ চুক্তি করার জন্য তৈরি হচ্ছে। আশা করা হচ্ছে, অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকেও খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ পাওয়া যাবে। রাজ্য সরকারের সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন পড়ুয়ারা। সবথেক বড় সুবিধা, এই ঋণের জন্য কোনও গ্যারান্টার লাগবে না। কোনও কিছু বন্ধক রাখারও প্রয়োজন নেই। রাজ্য সরকারই হবে গ্যারান্টার।
যেহেতু রাজ্য সরকার সেই ঋণের গ্যারান্টার, তাই সরকারের সঙ্গে ব্যাঙ্কগুলির মউ চুক্তি স্বাক্ষর করা দরকার ছিল। আর সেই কারণেই এতদিন ধরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে ঋণ পাচ্ছিলেন না পড়ুয়ারা। তবে এখন মউ চুক্তির পর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে সেই সুবিধা পেতে আর কোনও অসুবিধা হবে না পড়ুয়াদের।
রাজ্যের সমবায় ব্যাঙ্ক, রাজ্যের অনুমোদিত কেন্দ্রীয় এবং জেলা সমবায় ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে। ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের পাশাপাশি সুদের হারেও ভর্তুকি পাওয়া যাবে। অর্থাৎ, ব্যাঙ্কের সুদের হার যতই ধার্য্য থাকুক না কেন, যিনি ঋণ নিচ্ছেন, তিনি কেবল ৪ শতাংশই সুদ দেবেন। সুদের হারের বাকি অঙ্ক দেবে রাজ্য সরকার। মহিলাদের জন্য রয়েছে আরও ছাড়। সুদের উপর অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট ছাড় পাবেন মহিলারা।
তবে বাজারে চলতি অন্যান্য শিক্ষাঋণগুলির জন্য যে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেগুলি এক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে। আর ৪ লাখ টাকার বেশি ঋণ নিতে হবে, সেক্ষেত্রে ঋণের ৫ শতাংশ টাকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে আগাম দিয়ে রাখতে হবে। ঋণ শোধের প্রক্রিয়া শুরু হবে কোর্স শেষ হওয়া কিংবা চাকরি পাওয়ার এক বছর পর থেকে (যেটি আগে হবে)।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার সাক্ষীগোপাল সাহা বুধবার জানিয়েছেন, “পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কই প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যারা রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কাজ শুরু করেছে। মুখ্য সচিবের উপস্থিতিতে পিএনবির চিফ জেনারেল ম্যানেজার নবীনকুমার দাস রাজ্য সরকারের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে।” আরও পড়ুন : বিশ্লেষণ: ১০ লক্ষ টাকার ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ কারা পাবেন? কী ভাবে করবেন আবেদন?