Subrata Mukherjee: আচমকাই শারীরিক অবস্থার অবনতি সুব্রত মুখোপাধ্যায়ের, হাসপাতালে মুখ্যমন্ত্রী

Nov 04, 2021 | 9:58 PM

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক।

Subrata Mukherjee: আচমকাই শারীরিক অবস্থার অবনতি সুব্রত মুখোপাধ্যায়ের, হাসপাতালে মুখ্যমন্ত্রী
এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

কলকাতা: হঠাৎই শারীরিক অবস্থার অবনতি পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই সুব্রতবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। এসএসকেএম সূত্রে খবর, স্টেন্ট থ্রম্বোসিসে আক্রান্ত হন মন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। এদিকে এই খবর পাওয়ার পরই হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগেই সুব্রত মুখোপাধ্যায়ের হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছিল। কার্ডিওলজি বিভাগে আইসিইইতে ভর্তি তিনি। সেখানেই স্টেন্ট থ্রম্বোসিসে সুব্রত মুখোপাধ্যায় আক্রান্ত হন। সেই স্টেন্টের জায়গায় রক্ত জমা বেঁধে যায়। ফলে সেই স্টেন্ট বের করে নেওয়া ছাড়া আর কোনও পথ নেই। এরপরই দ্রুত বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়। তাঁরা সবরকম চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। অত্যাধুনিক যন্ত্রের সাপোর্টে তাঁকে রাখার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

৭৫ বছর বয়সী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সম্প্রতি শ্বাসের কষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। তাঁর উচ্চ রক্তচাপ রয়েছে। ডায়াবিটিসের পাশাপাশি সিওপিডির সমস্যা রয়েছে তাঁর। ১ নভেম্বর দু’টি স্টেন্ট বসানো হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের শরীরে। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন মন্ত্রী। বৃহস্পতিবার সকালেই তাঁকে কার্ডিও ওয়ার্ড থেকে উডবার্নে নিয়ে যাওয়া হয়। আচমকাই সন্ধ্যায় ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

এদিকে সুব্রত মুখোপাধ্য়ায়ের অসুস্থতার  খবর পাওয়ার পরই হাসপাতালে এসে পৌঁছন অরূপ বিশ্বাস। কিছুক্ষণ পরই আসেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। হাসপাতালের ভিতরে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই বাইরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কিছু বলার মতো মানসিকতা নেই।

Next Article