Durga Puja 2022: চালতাবাগানের পুজোর উদ্বোধনে চাঁদের হাট, একযোগে ঢাক বাজালেন সুদীপ-শশী-শ্রীজাত

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 29, 2022 | 9:17 PM

Durga Puja 2022: উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিল্পমন্ত্রী শশী পাঁজা, কবি শ্রীজাত সহ অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব।

1 / 5
মহালয়ার পর থেকেই কার্যত মণ্ডপে মণ্ডপে নেমেছে মানুষের ঢল। বিগত কয়েকদিন ধরে কলকাতা থেকে জেলার বহু পুজোর উদ্বোধন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করতে দেখা গিয়েছে শাসকদলের বহু নেতা-মন্ত্রীকে।

মহালয়ার পর থেকেই কার্যত মণ্ডপে মণ্ডপে নেমেছে মানুষের ঢল। বিগত কয়েকদিন ধরে কলকাতা থেকে জেলার বহু পুজোর উদ্বোধন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করতে দেখা গিয়েছে শাসকদলের বহু নেতা-মন্ত্রীকে।

2 / 5
মানিকতলা চালতাবাগান লোহাপট্টির দুর্গাপুজো কমিটির উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিল্পমন্ত্রী শশী পাঁজা, কবি শ্রীজাত সহ অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব।

মানিকতলা চালতাবাগান লোহাপট্টির দুর্গাপুজো কমিটির উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিল্পমন্ত্রী শশী পাঁজা, কবি শ্রীজাত সহ অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব।

3 / 5
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলেন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলেন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

4 / 5
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকও বাজাতে দেখা যায় শশী-সুদীপদের। এবারে চালতাবাগেন পুজোর থিম ‘স্থাপত্যের আদি রূপ’।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকও বাজাতে দেখা যায় শশী-সুদীপদের। এবারে চালতাবাগেন পুজোর থিম ‘স্থাপত্যের আদি রূপ’।

5 / 5
থিম ভাবনায় মূলত চোল সাম্রাজ্যের সময়কালের অসাধারণ শিল্পকর্ম ও নির্মাণ কৌশল জায়গা পেয়েছে। আধুনিক যন্ত্রপাতি ছাড়াও কীভাবে সেই সময়কার মানুষ চোখ ধাঁধানো স্থাপত্য শিল্প তৈরি করেছিলেন তাই তুলে ধরা হয়েছে থিম ভাবনায়।

থিম ভাবনায় মূলত চোল সাম্রাজ্যের সময়কালের অসাধারণ শিল্পকর্ম ও নির্মাণ কৌশল জায়গা পেয়েছে। আধুনিক যন্ত্রপাতি ছাড়াও কীভাবে সেই সময়কার মানুষ চোখ ধাঁধানো স্থাপত্য শিল্প তৈরি করেছিলেন তাই তুলে ধরা হয়েছে থিম ভাবনায়।

Next Photo Gallery