Sudipta Sen: সিবিআইয়ের ‘গড়িমসি’? জেল থেকে হাইকোর্টকে চিঠি সুদীপ্ত সেনের; অতঃপর…

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Sep 13, 2024 | 9:44 AM

Sudipta Sen: চিটফান্ড মামলায় বিচারাধীন বন্দী সারদা কর্তা সুদীপ্ত সেন। রাজ্যের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এরইমধ্যে কিছুদিন আগে 'প্রিজনার্স পিটিশন' দাখিল করেন সুদীপ্ত সেন। অভিযোগ করেন, দেড় বছর ধরে কোনও শুনানি হচ্ছে না।

Sudipta Sen: সিবিআইয়ের গড়িমসি? জেল থেকে হাইকোর্টকে চিঠি সুদীপ্ত সেনের; অতঃপর...
সারদাকর্তা সুদীপ্ত সেন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সম্প্রতি সংশোধনাগার থেকে ‘প্রিজনার্স পিটিশন’ দাখিল করেন সারদাকর্তা সুদীপ্ত সেন। গত দেড় বছর ধরে তাঁর কোনও মামলার শুনানিই হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এবার হাইকোর্টে এ সংক্রান্ত জবাবি রিপোর্ট দিল সিবিআই। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কাঁথের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ সিবিআই জানায়, সারদা কর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা চারটি মামলাতেই জামিনে সারদাকর্তা।

চিটফান্ড মামলায় বিচারাধীন বন্দী সারদা কর্তা সুদীপ্ত সেন। রাজ্যের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এরইমধ্যে কিছুদিন আগে ‘প্রিজনার্স পিটিশন’ দাখিল করেন সুদীপ্ত সেন। অভিযোগ করেন, দেড় বছর ধরে কোনও শুনানি হচ্ছে না। বহু আদালতে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। কিন্তু সব ক্ষেত্রে তাঁকে হাজির করানো হচ্ছে না বলেও অভিযোগ করেন।

সুদীপ্ত সেনের দাবি, তাঁকে যেন ‘ভার্চুয়ালি’বা ‘ফিজিক্যালি’ হাজির করানো হয়। সেই ‘প্রিজনার্স পিটিশন’-এর ভিত্তিতে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সুদীপ্ত সেনের বিরুদ্ধে চলা সবকটি মামলার রিপোর্ট তলব করে। বৃহস্পতিবার সিবিআই সে সংক্রান্ত রিপোর্ট জমা দেয়।

আদালত সূত্রে খবর, সিবিআই তাদের রিপোর্টে উল্লেখ করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশে ১০৪ টি মামলা দাখিল করার কথা থাকলেও ৭৬টি মামলা দাখিল করা হয়। ৪টি সিবিআইয়ের তরফে করা হয়। বাকি মামলা একসঙ্গে যুক্ত করা হয়। এদিন সিবিআইয়ের দেওয়া রিপোর্ট আবেদনকারী সুদীপ্ত সেনকে যাচাইয়ের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে রাজ্যের হাতে যেসমস্ত মামলা রয়েছে, হলফনামা নিয়ে সে সংক্রান্ত তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Next Article